ভারত-ইংল্যান্ড সিরিজ

রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:51 শুক্রবার, 27 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন জো রুট। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে ১০৯ ও ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

সিরিজের তৃতীয় টেস্টে আরেকটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। এদিন আউট হয়েছেন ১২১ রান করে। অধিনায়কের ব্যাটে ভর করে ভারতের ওপর ছড়ি ঘোড়াচ্ছে ইংলিশরা।

দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান। হেডিংলি টেস্টে এখনও পর্যন্ত স্বাগতিকরা এগিয়ে আছে ৩৪৫ রানে। ফলে বোঝাই যাচ্ছে ইংল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে বিরাট কোহলির দল।

আগের দুই টেস্টে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ডের টপ অর্ডার। যদিও এই টেস্টে উপরের সারির চার ব্যাটসম্যানই পেয়েছেন বড় রানের দেখা। ররি বার্নস (৬১), হাসিব হামিদ (৬৮) ও ডেভিড মালান (৭০) তিনজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি।

তাদের পর রুট একাই টেনেছেন ইংল্যান্ডের ইনিংস। রুটের ১৬৫ বলে ১২১ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারে। চলতি বছর এ নিয়ে ষষ্ঠবার তিন অঙ্ক স্পর্শ করলেন এই ইংলিশ অধিনায়ক।

সেই সঙ্গে ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ডেনিস কম্পটন ও মাইকেল ভনকে ছুঁয়ে ফেলেছেন। আরেকটি রেকর্ডে ছুঁয়েছেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককেও। ইংল্যান্ডের নেতৃত্বে দুজনের সেঞ্চুরির সংখ্যা এখন ১২টি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত (প্রথম ইনিংস)- ৭৮/১০ (ওভার ৪০.৪) (রোহিত ১৯, রাহানে ১৮, অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪)

ইংল্যান্ড (প্রথম ইনিংস): (আগের দিন ১২০/০) ৪২৩/৮ (১২৯ ওভার) (বার্নস ৬১, হামিদ ৬৮, মালান ৭০, রুট ১২১; শামি ৩/৮৭, সিরাজ ২/৮৬, জাদেজা ২/৮৮)।