আইপিএল

পাঞ্জাবে রিচার্ডসনের বদলি আদিল রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:50 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া বাকি অংশের জন্য আদিল রশিদকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। মূলত আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন অংশ না নেওয়ায় তার বদলি হিসেবে আদিলকে নিয়েছে দলটি। এই ইংলিশ লেগ স্পিনারকে পেতে পাঞ্জাবকে খরচ করতে হচ্ছে দেড় কোটি রুপি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফেসবুকে পোস্টের মাধ্যমে আদিলকে স্বাক্ষর করানোর বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাব। এদিকে রশিদকে দলে অর্ন্তভুক্ত করায় স্পিন ইউনিট আরো শক্তিশালী হলো তাদের। কেননা আগে থেকেই জালাজ স্যাক্সেনা, শৈাবাজ কুমার ও হারপ্রিত ব্রার ছিল দলটিতে।

আইপিএলের প্রথম অংশে পাঞ্জাবের হয়ে খেললেও ব্যক্তিগত কারণে আমিরাতে থাকছেন না রিচার্ডসন ও রিলে মেরেডিথ। যে কারণে বাংলাদেশ সিরিজে চমক দেখানো নাথান এলিসকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। এবার আরেক বিদেশি ক্রিকেটার হিসেবে পাঞ্জাবে যোগ দিলেন আদিল।

চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের হয়ে ৬২টি টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট শিকার করা আদিল। গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৮ ওভার বোলিং করে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া চাপের মুহূর্তে ব্রেক থ্রু এনে দিতে পারায় পাঞ্জাবের নজরে আসেন তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঝ পথেই স্থগিত হয়েছিল এবারের আইপিএল। তবে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে ভারতের জনপ্রিয় ঘরোয়া আসরটি। ১৪ অক্টোবর বিশ্বকাপের তিন দিন আগে পর্দা নামবে এবারের আইপিএলের।

আইপিএলে যোগ দিতে আগামী ২৯ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে পাঞ্জাব দল। এরপর সেখানে ৬ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকবেন দলটির ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে আগামী ৮ সেপ্টেম্বর পাঞ্জাবের সঙ্গে যোগ দেবেন আদিল।