বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অভিনন্দন জানিয়ে সাকিবকে ডু প্লেসির খোঁচা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সেই সিরিজ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ সাকিবকে অভিনন্দন জানিয়েছেন ফাফ ডু প্লেসিস। তবে অভিনন্দনের সঙ্গে সাকিবকে খানিকটা খোঁচাও দিয়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়া সিরিজে ৭ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১১৪ রান করেছিলেন টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শেষ ম্যাচে অজিদের বিপক্ষে ৯ রানে ৪ উইকেটের একটি দুর্দান্ত বোলিং ফিগার ছিল তার। যে কারণে সিরিজের সেরা ক্রিকেটারকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হয়নি আয়োজকদের।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজের ভেরিয়াইড টুইটার অ্যাকাউন্টে হঠাৎ করে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন ডু প্লেসিস। এরপরে শেষ লাইনে সাকিবের মেজাজ নিয়ে খানিকটা খোঁচাও দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। যদিও ডু প্লেসিসের সেই টুইটের জবাব ঠাণ্ডা মেজাজেই দিয়েছেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় ও সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সাকিবকে উদ্দেশ্য করে টুইটারে ডু প্লেসিস লিখেছেন, ‘অজিদের পরাজিত করে এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন সাকিব আল হাসান! সবসময়ই এটি একটি দুর্দান্ত মুহূর্ত! আশা করি তুমি এখন আর রাগান্বিত নও।’

এর কিছুক্ষণ বাদেই ডু প্লেসিসের টুইটারের জবাব দিয়েছেন সাকিব। বর্তমানে মাঠে এবং মাঠের বাইরে নিজের মেজাজ শান্ত রেখেছেন বলেও রসিকতা করেছেন তিনি। ডু প্লেসিকে জবাব দিয়ে সাকিব লিখেছেন, ‘ধন্যবাদ ফাফ ডু প্লেসিস। মাঠে এবং মাঠের বাইরে আমি এখন বেশ শান্ত আছি। এবং, হ্যাঁ তুমি ঠিক, এটা সত্যিই একটি দুর্দান্ত মুহূর্ত ছিল’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বর্তমানে দলের সঙ্গে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান করছেন সাকিব। এদিকে দক্ষিণ আফ্রিকায় বিশ্রামে রয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাথায় আঘাত পাওয়া ডু প্লেসিস। অবসরে হয়তো সাকিবের সঙ্গে রসিকতা সেরে নিলেন তিনি।