আঞ্চলিক ক্রিকেট

বিসিবির একমাত্র অপ্রাপ্তি আঞ্চলিক ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:25 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, ক্রিকেট প্রশাসনকে আরও শক্তিশালী করা, ক্রিকেট আরও ছড়িয়ে দেওয়া ও তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থার দাবি অনেক দিনের। বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও আঞ্চলিক ক্রিকেটের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছেন বিসিবির বার্ষিক সাধারণ সভা। ২০১৮ সালের পর এবারই প্রথম বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই চার বছরে তাদের একমাত্র ব্যর্থতা আঞ্চলিক ক্রিকেট বাস্তবায়ন করতে না পারা।

তিনি বলেছেন, 'গতবার যখন আমরা আসি তখন বলেছিলাম যে পাইপলাইন। ওইটা নিয়েও আমরা কাজ করেছি। পরিপূর্ণ পরিকল্পনা অনুসারে কাজ করেছি এবং আমরা সফল হয়েছি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো সেটা বলছি না, ফাইনালে ওঠবো সেটা অন্তত ধরে রেখেছি। এটা আমরা জানতাম, আমাদের বিশ্বাস ছিল। পাইপলাইন নিয়ে কারও কোন সন্দেহ থাকা উচিত না। কিন্তু আঞ্চলিক ক্রিকেট আমাদের ব্যর্থতা। আমরা যেভাবে ভেবেছি সেভাবে করতে পারিনি।'

২০১৮ সালে বার্ষিক সাধারণ সভার পর আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি গঠন করা হয়েছিল। সিলেটে এবং চট্টগ্রামে এর পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছিল বিসিবি। বৃহস্পতিবারের বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, তাদের সেই কার্যক্রম ছিল পরীক্ষামূলক।

সেখানের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন করে আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম করতে চায় বিসিবি। তবে নতুন করে এই কার্যক্রম শুরু করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বিসিবিকে। সেটা মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের এই অবিভাবক সংস্থা।

বিসিবি সভাপতি বলেন, 'আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন ছিল। যেটাকে আমরা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হয়নি যখন করতে যাই। কিন্তু সেজন্য আমরা দুটো জায়গায় পরীক্ষামূলকভাবে শুরু করেছি। একটা হচ্ছে চট্টগ্রাম, একটা সিলেট। এটা করার কারণটাই ছিল আচ্ছা এটা করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। কিংবা আমাদের অরিজিনাল চিন্তাধারায় কোন পরিবর্তন আনতে হবে কিনা সেটা দেখা।'