ইংল্যান্ড-ভারত সিরিজ

বয়সের সঙ্গে সঙ্গে পরিশ্রমও বাড়িয়ে দিয়েছেন অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত মাসেই নিজের ৩৯তম জন্মদিনের কেক কেটেছেন জেমস অ্যান্ডারসন। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে অভিষেক ঘটা এই পেসার ক্যারিয়ারে বেশ কয়েকবার ইনজুরিতে পড়লেও, বয়সকে টেক্কা দিয়ে এখনও খেলে যাচ্ছেন। দারুণ ফিটনেসের কারণে তিনি ক্রিকেট পাড়ায় বেশ প্রশংসিত। তার মতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি পরিশ্রমও বাড়িয়ে দিয়েছেন।

ইংলিশদের ক্রিকেট ইতিহাসে সবোচ্চ উইকেট শিকারি বোলার অন্ডারসন। তার ১৯ বছরের লম্বা ক্যারিয়ারের পেছনে বড় শক্তি ফিটনেস। তার মতে, ফিটনেস ধরে রাখতে তিনি নেটে কম বোলিং করেন এবং ম্যাচের জন্য শক্তি সঞ্চয় করেন।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমি মনে করি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জিমে আরও বেশি পরিশ্রম করতে পারছি। আমি নেটে কম বোলিং করে শক্তি সঞ্চয় করি, যা খেলায় আমাকে সাহায্য করে।’

অ্যন্ডারসনের মতে টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে বোলিং করতে হলে মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। তিনি মনে করেন, এক জন বোলারকে ফিল্ডিংয়ের সময় যতটা সম্ভব শক্তি সঞ্চয় করে খেলতে হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বড় পরীক্ষা হচ্ছে, লম্বা স্পেলে বোলিং করার মানসিকতা গড়ে তোলা। বোলিং করার সময় সেরাটাই দিতে হয়। তাই যখন বোলিং করবেন না, তখন যতটা সম্ভব শক্তি সঞ্চয় করতে হবে। আমি সবসময় এটা করি।’

টেস্ট ক্রিকেট ইতিহাসে পেসারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক অ্যান্ডারসন। আর টেস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি আছেন তিন নম্বরে।