আইপিএল

কলকাতায় কামিন্সের বদলি সাউদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:00 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশে খেলবেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসারের বদলি হিসেবে টিম সাউদিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২০ সালে আইপিএলের নিলাম থেকে ১৫.৫ কোটি রুপিতে কামিন্সকে দলে নিয়েছিল কলকাতা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের এবারের আসর স্থগিত হওয়ার আগে দলটির হয়ে সাতটি ম্যাচেই খেলেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার।

যেখানে ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে ৯৩ রান করেছেন কামিন্স। যেখানে অপরাজিত ৬৬ রানের একটি ইনিংসও খেলেছিলেন অভিজ্ঞ এই পেসার। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়া তাঁর বদলি হিসেবে কলকাতায় খেলবেন সাউদি।

এর আগে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, ‍মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের এই পেসার। যদিও আইপিএলে খুব বেশি সাফল্য নেই সাউদির। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচে ৯৯ উইকেট নিয়েছেন তিনি। যেখানে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গা ও সাকিব আল হাসানের পর তৃতীয়স্থানে রয়েছেন সাউদি। সবধরনের টি-টোয়েন্টি মিলে ২০১ ম্যাচে ২২৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

কামিন্স না থাকায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে লকি ফার্গুসনের। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার সময় করোনা পজিটিভ হয়েছেন ডানহাতি এই পেসার। যার ফলে সাসেক্সের সঙ্গে ফাইনাল খেলা হচ্ছে না তাঁর।