বাংলাদেশ ক্রিকেট

ডাক্তার বলেছে ক্রিকেট থেকে দূরে থাকতে: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:36 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হারতে কখনই কারও ভালো লাগে না। সবার চেষ্টা থাকে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনা। তবুও সমীকরণ মেলাতে না পারলে হারতে হয় বাংলাদেশ দলকে। যা মেনে নিতে কষ্ট হয় বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের। 

টাইগারদের সাধারণ সমর্থকদের মতো খারাপ লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনেরও। শুধু খারাপই লাগে না, বাংলাদেশ হারলে রীতিমত মেজাজ খারাপ হয় তাঁর। বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমার একটা খারাপ হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। কারণ বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না।’

তিনি আরও বলেন, ‘আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে...। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে যে যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।’

দীর্ঘদিন ধরেই বোর্ড সভাপতির দায়িত্বে রয়েছেন পাপন। তবে শারিরীক অসুস্থতার কারণে ডাক্তার তাকে ক্রিকেট থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন। বোর্ডে থাকলেও যেন মেজাজ খারাপ কিংবা অন্যান্য বিষয়গুলো না করেন সে কথা বলেছেন ডাক্তাররা।

পাপন বলেন, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।’