Connect with us

৭৮ রানে অল আউট খেলারই অংশ, দাবি পান্তের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গেল বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত। বছর না পেরোতেই আরও একবার একশর নিচে অল আউট বিরাট কোহলির দল।হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।

যদিও ভারতের এমন ব্যাটিং ধসকে ঋষভ পান্ত বলেছেন এটি খেলারই অংশ। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দাবি, সবসময় শতভাগ দিলেও কখনও কখনও খারাপ কিছু হয়। এদিকে টসে জিতে আগে ব্যাটিং নেয়ায় অনেকেই কোহলির সমালোচনা করছেন। তবে পান্ত মনে করছেন, বিরাট কোহলি কোন ভুল করেনি।

ব্যাটিং ব্যর্থতায় হেইডিংলি টেস্টের প্রথম দিন শেষে ম্যাচে বেশ খানিকটা পিছিয়ে ভারত। প্রথম দিন শেষে সফরকারীদের চেয়ে ৪২ রানে এগিয়ে ইংল্যান্ড। নিজেদের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে পান্ত বলেন, ‘এটা খেলারই অংশ। ব্যাটিং ইউনিট সবসময় শতভাগ দিচ্ছে কিন্তু কখনও কখনও খারাপ কিছু হতে পারে।’

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও বলেন, ‘সকালে উইকেট কিছুটা আদ্র ছিল এবং তারা ভালো জায়গায় বোলিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম। আমরা এই ইনিংস থেকে শিখেছি এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই। ক্রিকেটার হিসেবে আমরা এটাই করতে পারি। আপনি ভুল থেকে শিখবেন এবং এগিয়ে যাবেন।’

এদিকে হেডিংলিতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কোহলি। অনেকে মনে করছেন প্রথমে ব্যাটিং করা ছিল ভুল সিদ্ধান্ত। যার দায় পড়ছে অধিনায়ক কোহলির কাঁধে। কিন্তু পান্ত জানালেন ভারত দল হিসেবেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং টসের ব্যাপারে খুব বেশি ভাবতে চান না এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কোহলির সিদ্ধান্ত নিয়ে প্রসঙ্গে পান্ত বলেন, ‘আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, আমরা একটি দল হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করি। সুতরাং আমরা দল হিসেবেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমরা সেই সিদ্ধান্তকে সমর্থন করেছি। হ্যাঁ, আমরা আরও ভালো করতে পারতাম কিন্তু আমরা টস নিয়ে খুব বেশি ভাবতে চাই না।’

প্রথম দিন শেষে ম্যাচে ইংলিশরা এগিয়ে থাকলেও পান্ত মনে করছেন এখনও তাদের ম্যাচে ফেরা সম্ভব। তার মতে দলের সবাই চাপের কথা না ভেবে মানসিকভাবে ইতিবাচক আছে। যা দলের জন্য মঙ্গলজনক। এ প্রসঙ্গে পান্ত বলেন, ‘আমি এখনও ভালো কিছু করার সুযোগ দেখছি। প্রথম দিন শেষে আমরা চাপে থাওলেও সেটা নিয়ে খুব বেশি ভাবছি না, দলের সবাই ইতিবাচক আছে। তাই চাপের কথা না ভেবে ম্যাচে ফিরতে চাই।’

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন