ইংল্যান্ড - ভারত সিরিজ

সে দারুণ ব্যাটসম্যান, কোহলিকে ৭ বার আউট করার পর অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:21 বৃহস্পতিবার, 26 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জেমস অ্যান্ডারসনের ফুল লেংথ বলে সজোরে ড্রাইড করতে গিয়েছিলেন বিরাট কোহলি। তাতে ব্যাটে-বলের রসায়নটা ঠিকঠাক না হওয়ায় কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক। হেডিংলিতে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন কোহলি।

ব্যাট হাতে বোলারদের ওপর ছড়ি ঘোরানো কোহলি অবশ্য ছন্দহীন দীর্ঘদিন ধরেই। তবুও অ্যান্ডারসনের কাছে কোহলির উইকেট খানিকটা স্পেশাল। ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার কোহলির প্রশংসা করে জানিয়েছেন, সে দারুণ একজন ব্যাটসম্যান।

দীর্ঘদিন ধরেই কোহলি ও অ্যান্ডারসনের মাঝে দারুণ এক লড়াই চলে আসছে। ক্যারিয়ারে অ্যান্ডারসনের বিপক্ষে রান করলেও আউট হওয়ার সংখ্যাটাই ঢের বেশি। কোহলিকে সবচেয়ে বেশিবার আউট করেছেন এমন বোলারদের তালিকায় নাথান লায়নের সঙ্গে যৌথভাবে শীর্ষে অ্যান্ডারসন। তাঁরা দুজনই কোহলিকে ফিরিয়েছেন সাতবার করে।

এদিকে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে নেই কোহলি। সর্বশেষ ৫০ ইনিংসে নেই কোন সেঞ্চুরি। কোহলিকে ছন্দহীন রাখতে ইংলিশ বোলাররা যে ধরনের পরিকল্পনা করেছিলেন তা সফল হওয়া খুশি অ্যান্ডারসন। ডানহাতি এই পেসারের দাবি, একবার ভালো করতে শুরু করলে কোহলি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমিও মনে করি কোহলির উইকেট স্পেশাল। আমাদের মাঝে বহু বছর ধরে দারুণ একটা লড়াই চলছে। সে দারুণ একজন ব্যাটসম্যান। দল হিসেবে আপনি সবসময় তার ব্যাটকে চুপ রাখতে চাইবেন। বিশেষ করে পাঁচ ম্যাচের সিরিজে।’ 

অভিজ্ঞ এই পেসার আরও বলেন, ‘কারণ সে একবার ভাল খেলতে শুরু করলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মনে হয় পুরো সিরিজে আমরা তাকে যেভাবে বল করেছি সেটা দারুণ। আমরা যতটা পারি তাকে দমিয়ে রাখতে হবে।’