পাকিস্তান ক্রিকেট

করোনায় আক্রান্ত মিসবাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:05 বুধবার, 25 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হক। পাকিস্তান দল এখন ওয়েস্ট ইন্ডিজে। মঙ্গলবারই সিরিজের শেষ টেস্টে ১০৯ রানের জয় পেয়েছে পাকিস্তান।

এর ফলে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে মিসবাহর শীষ্যরা। সিরিজ শেষ করেই প্রধান কোচের করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ শুনতে হয়েছে দলটিকে। মিসবাহর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। 

সিরিজ শেষে বুধবারই দেশে ফিরে যাওয়া কথা ছিল পাকিস্তান দলের। যদিও দলের সঙ্গে ফেরা হচ্ছে না মিসবাহর। আগামী ১০দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

এই সময়ের মধ্যে দুইবার কোভিড পরীক্ষায় নেগিটিভ হলেই দেশে ফেরার অনুমতি পাবেন পাকিস্তানের এই প্রধান কোচ। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা মিসবাহর দেখাশোনা করছেন।

যদিও পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে মিসবাহর গুরুতর কোনো সমস্যা নাই। তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধান কোচ ছাড়া আর পাকিস্তান দলের বাকি সবার রিপোর্ট নেগিটিভ এসেছে।

টেস্ট সিরিজের আগে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। চার ম্যাচের সিরিজের তিনটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। বাকি এক ম্যাচে ৭ রানের জয়ে সিরিজ জিতেছিল পাকিস্তান।