Connect with us

আইপিএল

রাজস্থানে টাইয়ের পরিবর্তে শামসি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের জন্য দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসিকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ২৫ আগষ্ট ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাইঞ্চাইজিটি। মূলত অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাইয়ের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে রাজস্থান।

শামসি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৩৯ টি। যেখানে ৪৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি চায়নাম্যান। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল এই প্রোটিয়া স্পিনারের। সেখানে চার ম্যাচ খেলে তার শিকার চার উইকেট।

দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলা ও পরিবারের বাইরে থাকায় আইপিএলের আরব আমিরাত পর্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টাই। পাশাপাশি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় হতাশ এই অজি পেসার। তাই মানসিকভাবে চাঙ্গা হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, আইপিএলের বাকি অংশে রাজস্থান রয়্যালস থেকে আমার বিদায় নিতে হচ্ছে। আমার জন্য এটি একটি দীর্ঘ বছর। যেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি থেকে দূরে থাকতে হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া আমার হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।’

মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে থাকায় এই সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন টাই। পাশাপাশি এই সময়ে তিনি নিজেকে প্রস্তুত করবেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আইপিএলের আমিরাত পর্বে খেলতে না পারলেও, ঘরে বসেই দলকে সমর্থন করে যাবেন, এমনটাই জানিয়েছেন এই অজি পেসার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নিজের ভালোর জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি বাড়িতে থাকব এবং আগামী বছরের টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে তুলব। আমি হতাশ যে, আমি এই বছর রয়্যালস পরিবারে পুনরায় যোগ দিতে পারব না। কিন্তু সেখানকার সকল ভক্তদের মতো আমিও দলকে উৎসাহিত করব।’

সর্বশেষ

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

চিঠি পেয়েছে বিসিবি, ক্রিকেটকেই বেছে নিলেন সাকিব

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

জিম্বাবুয়ে সিরিজে খেলতে দ্য হানড্রেড ছাড়ছেন জাম্পা

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

ছিটকে গেলেন রাব্বি, এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন-সোহানেরও

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সাকিবসহ আমরা হেরেছি, আবার ওকে ছাড়াও জিতেছি: পাপন

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

রুটকে টপকে টেস্টেও শীর্ষ ব্যাটার হবেন বাবর, বিশ্বাস জয়াবর্ধনের

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

চুক্তি বাতিল না করলে সাকিব দলেই থাকবে না: পাপন

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

দলে বর্ণবাদের শিকার হতেন টেলর

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

উইলিয়ামসন ২০০ স্ট্রাইক রেটেও খেলতে পারে: কনওয়ে

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সাউথ আফ্রিকার লিগে দেখা যেতে পারে ধোনিকে

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

কেপটাউনে রশিদ-লিভিংস্টোন, পার্লে বাটলার

আর্কাইভ

বিজ্ঞাপন