বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশে কোয়ারেন্টাইনে বই পড়ে সময় কাটছে সিয়ার্সের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 বুধবার, 25 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ সফরে আসেননি নিউজিল্যান্ডের অভিজ্ঞ দুই পেসার লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। এই সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন আরেক পেসার বেন সিয়ার্স।

এই গতি তারকা ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। তার গতিই বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ২৪ আগস্ট বাংলাদেশে পা রেখেই নিউজিল্যান্ড দল কোয়ারেন্টাইনে।

হোটেলে সিয়ার্সের সময় কাটছে বই পড়ে। ব্যক্তিগত জীবনে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সিয়ার্স। বই পড়তে দারুণ ভালোবাসেন এই তরুণ। তিন দিনের কোয়ারেন্টাইনের সময় পেয়ে তাই দারুণ আনন্দিত তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠেছিল সিয়ার্স ও কোয়ারেন্টাইন নিয়ে। তাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন কিউই পেসার হামিশ বেনেট।

তিনি বলেছেন, 'সে এখানে ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলতে এসেছিল। সে তিনদিনের কোয়ারেন্টিন খুবই পছন্দ করছে, কারণ সে বই পড়তে ভালোবাসে। আমি এমন কাউকেই দেখিনি যে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের কথা শুনলে রোমাঞ্চিত হয়ে পড়ে, কারণ তাহলে বাধাহীনভাবে সে বই পড়তে পারবে।'  

২৩ পেরুনো সিয়ার্স এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছেন সেটা ২০১৬ সালে যুব বিশ্বকাপে। কিছুদিন আগেই  'সুপার স্ম্যাশ টি২০'-তে দারুণ পারফরম্যান্স করে হইচই ফেলে দিয়েছিলেন সিয়ার্স।

সেই টুর্নামেন্টে ওটাগো ভোল্টস ও ক্যান্টারবারি কিংসের বিপক্ষে মোট ৮ ওভারে ৫৫ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন এই গতিময় পেসার। উইকেট নেয়ার চেয়ে তার দাপুটে বোলিংই বেশি নজর কেড়েছিল সেই টুর্নামেন্টে।