Connect with us

ইংল্যান্ড ক্রিকেট

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় আর্চার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন জোফরা আর্চার। ডান হাতের কনুইয়ের ইনজুরির কারণে চলতি বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরলেও পুরোনো চোট চাড়া দিয়ে ওঠায় আবারও মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে।

বারবার ইনজুরিতে পড়ায় ক্যারিয়ার নিয়ে খানিকটা শঙ্কায় আর্চার। তবে ইংল্যান্ডের ডানহাতি এই পেসার মনে করেন, টেস্ট ক্রিকেটার হিসেবে সামনে তাঁর দারুণ বছর আসতে যাচ্ছে। ডেইলি মেইলে নিজের কলামে এমনটাই লিখেছেন তিনি।

এ প্রসঙ্গে আর্চার বলেন, ‘আমি যদি আবারও একই জায়গায় চোটে পড়ি তাহলে আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে যাবো। কিন্তু এই মুহুর্তে আমার বয়স মাত্র ২৬ বছর। আমি মনে করি টেস্ট ক্রিকেটার হিসেবে সামনে আমার সেরা বছর রয়েছে।’

হেডিংলিতে চলছে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তবে ইনজুরিতে থাকায় খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। ২০২১ সালের পুরো বছর থেকে ছিটকে যাওয়ায় খেলা হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের পর চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড। অজিদের মাটিতে হতে যাওয়া অ্যাশেজের স্কোয়াডেও থাকা হচ্ছে না তাঁর। গুরুত্বপূর্ণ সিরিজে খেলা না পারাটা হতাশাজনক বলে মনে করেন আর্চার।

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে বাইরে বসে থাকাটা খুবই হতাশাজনক। এবারের শীতে অস্ট্রেলিয়া সফর করতে না পারা এবং সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলাটাও।’

সর্বশেষ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

দলীয় পারফরম্যান্সে উজ্জীবিত হয়েই বিশ্বকাপে যেতে চান মিরাজ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব!

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজে কিউই দলে যুক্ত হলেন টিকনার

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ইংল্যান্ড সিরিজে ফিরছেন স্টইনিস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ছোটবেলা থেকেই জয়াসুরিয়ার মতো হতে চেয়েছি: আতাপাত্তু

৫ অক্টোবর, বুধবার, ২০২২

দলীয় একতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন রয়

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ডাক্তার বা আর্মি হতে না পারার আক্ষেপ থেকেই লেগ স্পিনার তুবা

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

আর্কাইভ

বিজ্ঞাপন