Connect with us

ইংল্যান্ড ক্রিকেট

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় আর্চার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন জোফরা আর্চার। ডান হাতের কনুইয়ের ইনজুরির কারণে চলতি বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরলেও পুরোনো চোট চাড়া দিয়ে ওঠায় আবারও মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে।

বারবার ইনজুরিতে পড়ায় ক্যারিয়ার নিয়ে খানিকটা শঙ্কায় আর্চার। তবে ইংল্যান্ডের ডানহাতি এই পেসার মনে করেন, টেস্ট ক্রিকেটার হিসেবে সামনে তাঁর দারুণ বছর আসতে যাচ্ছে। ডেইলি মেইলে নিজের কলামে এমনটাই লিখেছেন তিনি।

এ প্রসঙ্গে আর্চার বলেন, ‘আমি যদি আবারও একই জায়গায় চোটে পড়ি তাহলে আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে যাবো। কিন্তু এই মুহুর্তে আমার বয়স মাত্র ২৬ বছর। আমি মনে করি টেস্ট ক্রিকেটার হিসেবে সামনে আমার সেরা বছর রয়েছে।’

হেডিংলিতে চলছে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তবে ইনজুরিতে থাকায় খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। ২০২১ সালের পুরো বছর থেকে ছিটকে যাওয়ায় খেলা হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের পর চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড। অজিদের মাটিতে হতে যাওয়া অ্যাশেজের স্কোয়াডেও থাকা হচ্ছে না তাঁর। গুরুত্বপূর্ণ সিরিজে খেলা না পারাটা হতাশাজনক বলে মনে করেন আর্চার।

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে বাইরে বসে থাকাটা খুবই হতাশাজনক। এবারের শীতে অস্ট্রেলিয়া সফর করতে না পারা এবং সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলাটাও।’

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইয়াসিরের ঝড়ো হাফ সেঞ্চুরির দিনে সাদমান-শান্তর আক্ষেপ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের কাছে ২০১৮ সালের নিরাপত্তা চায় ওয়েস্ট ইন্ডিজ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নাবিল-আইচের ব্যাটে বাংলাদেশের লিড

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

কাশ্মীরের পেসারকে দলে নিল হায়দারাবাদ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

আর্কাইভ

বিজ্ঞাপন