দেশে ফিরে বলতে চাই বাংলাদেশকে সিরিজ হারিয়েছি: বেনেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:29 বুধবার, 25 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের মন্থর এবং টার্নিং উইকেটে খুব বেশি সাফল্য নেই নিউজিল্যান্ডেরও। ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ৪-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল কিউরা।

সেবার নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল হামিশ বেনেটের। সেই সময় ওয়ানডে সিরিজে হারলেও এবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চান ডানহাতি এই পেসার।

এ প্রসঙ্গে বেনেট বলেন, ‘এটা একটা ভিন্ন দল ভিন্ন কোচিং স্টাফ এসেছে। আমরা দল হিসেবে দেশের জন্য খেলতে চাই। বাংলাদেশে আমি আগেও এসেছি, সেবার আমরা ৪-০ ব্যবধানে হেরেছিলাম। আমাদের এখানে খুব বেশি সফলতা নেই।’

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণার জায়গায়। যদি ভালো করতে পারি তাহলে নিউজিল্যান্ড ফিরে বলতে পারব বাংলাদেশে আমরা একটা সিরিজ জিতে এসেছি। আপনি দেখেন অস্ট্রেলিয়া বা অন্য বড় দলের বাংলাদেশে কেমন সংগ্রাম করতে হয়েছে।’

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)। যেখানে স্কোয়াডে নেই বিশ্বকাপ দলের কোন সদস্য। নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাইলেও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় খানিকটা হতাশ বেনেট। 

বিশ্বকাপ দলের কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লেও সুযোগ মিলতে পারে বাংলাদেশ ও পাকিস্তান সফরের দলে থাকা ক্রিকেটারদের মাঝে থেকে। তেমনটা হলে  িনজের নামটা বেশ খানিকটা উপরের দিকেই থাকবে বলে বিশ্বাস করেন বেনেট। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হতাশ হলেও উপমহাদেশের কন্ডিশনে নিজেকে প্রমাণের বড় সুযোগ দেখছেন তিনি। 

বেনেট বলেন, ‘এই বয়সে আমি নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাইব। বিশ্বকাপ দলে থাকতে না পারাটা হতাশার। আমি নিশ্চিত সব খেলোয়াড়ই এটা চায়। কাজেই আমিই একমাত্র না যে হতাশ। কিন্তু এটা একটা সুযোগ উপমহাদেশে নিজের সামর্থ্য প্রমাণের।’

ডানহাতি এই পেসার আরও বলেন, ‘নিজের কাজটা করে রাখতে পারি। যদি মূল দলে কোন চোট বা অন্য কোন সমস্যা হয়, তখন সুযোগ মিলতে পারে। সেরকম হলে নামটা উপরের দিকে থাকবে ডাক পাওয়ার জন্য।’