টেস্ট র‍্যাঙ্কিং

টেস্ট র‍্যাঙ্কিংয়ে আফ্রিদি-ফাওয়াদের বাজিমাৎ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:15 বুধবার, 25 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দারুণ বোলিং করেছেন শাহীন শাহ আফ্রিদি। ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচে তিনি শিকার করেছেন ১৮ উইকেট।

এমন বোলিংয়ের পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন এই পাকিস্তানি পেসার। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা দশে। ৭৮৩ পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আছেন তিনি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। তিনি সাত নম্বরে অবস্থান করছেন ৭৪৯ রেটিং পয়েন্ট নিয়ে। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জয়ডেন সিলস ১১ উইকেট নিয়ে এই সিরিজের দ্বিতীয় সেরা বোলার। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন আফ্রিদি।

এরপর দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ৯৪ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছেন তিনি। স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১০৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

পাকিস্তানের আরেক ব্যাটসম্যান ফাওয়াদ আলম ১২৪ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। তিনি ৩৪ ধাপ উন্নতি করে ২১ নম্বরে উঠে এসেছেন। এটাই তার ক্যারিয়ার সেরা অবস্থান।