Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

লাল বলের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মালান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ তিন বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন ডেভিড মালান। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য যোগ্য বলেই তিনি ডাক পেয়েছেন টেস্ট দলে এমনটাই মনে করছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

তার মতে বেশ কিছু দিন লাল বলের ক্রিকেটে দলের বাইরে থাকায়, ছন্দে ফিরতে চ্যালেঞ্জ নিতে হবে তাকে। জাতীয় দলে টিকে থাকতে হলে তাকে পারফর্ম করতেই হবে। তিনি এটাও জানেন যে, বাজে পারফর্ম করার কারণে দর্শকদের সমালোচনার মুখেও পরতে হয় ক্রিকেটারদের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসাবে আপনি সামান্য বাজে পারফর্ম্যান্স করলে বাজে মন্তব্য শুনতে হবে। এটা আশ্চর্যজনক কিভাবে একজন সাধারণ মানুষ আপনার সম্পর্কে এমন মতামত দেয়। খুব বেশি লাল বলের ক্রিকেট না খেলায়, এটা হয়ত টেস্ট ক্রিকেটের ছন্দে ফিরতে প্রভাব ফেলবে। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের কাছে এটাই চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘দল থেকে বাদ পড়লে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি এবং অনেক সময় মনে হয় আমার খেলা উচিত ছিল। আপনাকে কঠিন পরিশ্রম করেই ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে এবং এরপরই আপনি দলে ডাক পাবেন।’

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে স্বস্তিতে নেই ইংল্যান্ড। বিষেশ করে ব্যাটিং ব্যার্থতা ভোগাচ্ছে ইংলিশ টিম ম্যানেজমেন্টকে। মালান মনে করেন, ভালো কিছু করতে হলে ব্যাটসম্যানদের লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি সবাই জানে, আমরা কত কঠিন সময়ের মধ্যে আছি। আমরা বিশ্বাস করি যে, আমরা যথেষ্ট ভালো অবস্থানে রয়েছি। এখন ভালো খেলতে হলে, আমদের দীর্ঘ সময় ধরে ব্যাটিং করতে হবে। ৩০ বা ৬০ রান ভালো কিন্তু এটা সত্যিই যথেষ্ট নয়। আপনি যদি বড় ইনিংস খেলতে চান, সেঞ্চুরি করতে চান তাহলে আপনাকে এক দিন বা দেড় দিন ধরে ব্যাটিং করতে হবে।’

‘যখন আপনি অনেকদিন ধরে লাল বলের ক্রিকেট খেলেন না, তখনই চ্যালেঞ্জের কথা আসে। কিন্তু আমি মনে করি না, আমি অনেক দিন টেস্টে খেলিনি। যদি এই আত্মবিশ্বাস নিয়ে খেলতি পারি তাহলে ভালো কিছু করা সম্ভব।’-তিনি আরও যোগ করেন।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কিউইদের ওপর দোষ চাপিও না, হাফিজকে ম্যাকক্লেনাঘান

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিমান ধরতে প্রস্তুত ব্রড

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মিরপুরে ফিরেই তামিমের আগ্রাসী ব্যাটিং অনুশীলন

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

দ্বিতীয় ভাগে দারুণ খেলবে কলকাতা, আশাবাদী সাকিব

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

শুক্রবার সবকিছু বদলে গেছে, নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

প্রীতি ম্যাচ আয়োজনে পিসিবির রাডারে ১০০ বিদেশি ক্রিকেটার

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

আর্কাইভ

বিজ্ঞাপন