রমিজের ভারত প্রীতি, পিসিবি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রমিজ রাজা। ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে বিভিন্ন সময়ে বিতর্কিত কথা বলে সমালোচিত হয়েছেন তিনি। তাই তাকে বোর্ডের চেয়ারম্যান হিসিবে নিয়োগে আপত্তি জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ নেওয়াজ। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে তার এই আপত্তির কথা চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।
নেওয়াজের মতে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের আধিপত্যকে মেনে নিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছিলেন রমিজ। সেই সঙ্গে ভারতের আধিপত্যবাদী পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করতেও বলেছিলেন এই সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান। যা পাকিস্তানিদের জন্য খুবই লজ্জাজনক বলছেন নেওয়াজ।
রাজা প্রসঙ্গে নেওয়াজ বলেন, ‘পিসিবির চেয়ারম্যান নিয়োগে আপনার অনুমোদনের খবর যদি সত্য হয়, তাহলে রমিজ রাজা পরবর্তী পিসিবি চেয়ারম্যান। যে আইসিসিতে ভারতীয় আধিপত্যকে নির্লজ্জভাবে মেনে নিয়ে ভারতীয়দের সমর্থন করার পরামর্শ দিয়েছিল। সে বলেছিল, আইসিসিতে ভারতীয় আধিপত্যবাদী পরিকল্পনার সামনে আমাদের পাকিস্তানকে আত্মসমর্পণ করা উচিত।’

নেওয়াজ মনে করছেন ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রধানমন্ত্রী ইমরান খান যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখেন। তাই তার সিদ্ধান্তেই সব কিছু হবে। এ সময় তিনি রমিজের বিকল্প হিসেবে দুই জনের নাম উল্লেখ্য করেছেন। তার মতে মজিদ খান ও জহির আব্বাস এ পদের জন্য যোগ্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমে এমন খবর প্রচার করা হচ্ছে যে, আপনার অনুমোদন সাপেক্ষে এহসান মানির বদলে রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কোন সন্দেহ নেই যে, পিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে যেকাউকে চেয়ারম্যান নিয়োগ করার অধিকার আপনার আছে।’
‘আমার মতে কিংবদন্তি মজিদ খান যোগ্য যদিও আপনি আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। অতীতে আইসিসি বোর্ডের সকল সদস্যদের সাথে চমৎকার সম্পর্ক ছিল মজিদের। অথবা জহির আব্বাসও নিযুক্ত হতে পারেন। পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজের নিয়োগ জাতীয় অনুভূতির পরিপন্থী হবে এবং সমগ্র জাতির দেশপ্রেমের অনুভূতিতে আঘাত করবে।’-তিনি আরও যোগ করেন।