বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশে পৌঁছে করোনা পজিটিভ ফিন অ্যালেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 মঙ্গলবার, 24 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মূল দল আসার চারদিনে আগে বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন। ঢাকায় পৌঁছার ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)।

অ্যালেনের পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তারা নিয়মিতই যোগাযোগ করছেন নিউজিল্যান্ডের চিকিৎসক দলের সঙ্গে। বাংলাদেশের আতিথেয়তায় খুশি কিউইরা।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের ম্যানাজার মাইক স্যান্ডল বলেন, ‘এটা অবশ্যই ফিনের জন্য দুঃখজনক। এই মুহূর্তে সে শারীরিকভাবে ভালো আছে। আমরা আশাবাদী দ্রুতই সে সেরে উঠবে এবং নেগেটিভ হবে। যত দ্রুত সম্ভব সে ছাড়া পাবে। বাংলাদেশ ক্রিকেট কতৃপক্ষ বেশ পেশাদার। তারা যেভাবে সাড়া দিয়েছে এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

দ্য হ্যান্ড্রেড খেলা চলাকালীন বাংলাদেশ ও পাকিস্তান সফরের দলে সুযোগ পান অ্যালেন। নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন ঝামেলায় পড়তে হবে বিধায় ইংল্যান্ড থেকেই বাংলাদেশে চলেন আসেন তিনি। দ্য হান্ড্রেডে রানার্স আপ হওয়া বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলেছেন এই কিউই ব্যাটসম্যান। 

করোনা পজিটিভ হওয়ায় আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন অ্যালেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। 

তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ২৭ আগস্ট থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে তাঁরা। এদিকে দল আসার আগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের একটি পর্যবেক্ষক দল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুরে হবে নিউ জিল্যান্ডের সবগুলো ম্যাচ।