ইংল্যান্ড - ভারত সিরিজ

লর্ডসে অ্যান্ডারসনকে আউট করতে চাননি বুমরাহ!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:32 মঙ্গলবার, 24 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডসে প্রথম ইনিংসের শেষ দিকে জসপ্রিত বুমরাহর বল খেলতে গিয়ে বেশ বিপাকে পড়েছিলেন জেমস অ্যান্ডারসন। এই ভারতীয় পেসারের দ্রুত গতির বাউন্সার খেলতে গিয়ে বারবার খাবি খাচ্ছিলেন তিনি। মজার ছলে সেই মুহূর্তের স্মৃতিচারণ করেছেন অ্যান্ডারসন।

সে সময় বুমরাহ তাকে আউট করার কোনো রকম চেষ্টাই করেননি বলে মনে করেন এই ইংলিশ পেসার। লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় দিনের তৃতীয় সেশনে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে নামেন অ্যান্ডারসন। সে সময় অপরপ্রান্তে থাকা অধিনায়ক জো রুট তাকে বলেছিলেন, আগের তুলনায় ধীরে বল করছেন বুমরাহ।

যদিও বুমরাহকে মোকাবেলা করতে গিয়ে ঘটলো ঠিক উল্টো। সে সময় স্ট্রাইকে থাকা অ্যান্ডারসনকে দ্রুত গতির বেশ কয়েকটি বাউন্সার করছিলেন বুমরাহ। অ্যান্ডারসন চেয়েছিলেন ডিফেন্স করতে। কারণ উইকেট ছিল অনেক মন্থর। 

সেই মুহূর্তের কথা বলতে গিয়ে অ্যান্ডারসন বলেন, 'আমি একটু ডিফেন্স খেলছিলাম, কারণ ফিরে আসা সকল ব্যাটসম্যান বলছিল পিচ কতটা ধীরগতির। আমি যখন ব্যাট করতে গিয়েছিলাম, শর্ট বলগুলো সত্যিই ধীর গতির ছিল। সে সময় জো বলেছিল যে, বুমরাহ স্বভাবগতভাবে যেমন দ্রুত বোলিং করে থাকে তেমনটা করছে না।’

ইনিংসের ১২৬তম সেই ওভারটিতে ৪টি নো বল করেছিলেন বুমরাহ। এতে করে ভারতীয় গতি তারকার মোট ১০টি বল মোকাবেলা করতে হয়েছিল অ্যান্ডারসনকে। বারবার নো বল করার পর মৃদু হাসছিলেন বুমরাহ। সে সময় বুমরাহ’র হাবভাব দেখে অ্যান্ডারসনের মনে হচ্ছিল, তাকে আউট করার কোনো চেষ্টাই করছেন না বুমরাহ।

অ্যান্ডারসন বলেন, ‘তারপরে প্রথম বলটির গতি ছিল প্রতি ঘন্টায় ৯০ মাইল বেগে এবং এটা কঠিন, তাই না? মনে হচ্ছিল, আমি আমার ক্যারিয়ারে এ রকম কখনো অনুভব করিনি। মনে হচ্ছিল সে আমাকে আউট করার চেষ্টাই করছে না। সে ওই ওভারে সম্ভবত ১০, ১১ কিংবা ১২টি বল করেছিল। সে বলের পর আবারও নো বল করছিল, শর্ট বলও করছিল। আমার মনে হয় সে দুটি বল স্ট্যাম্প বরাবর করেছিল যেগুলো আমি খেলতে পেরেছি। তাই এটা আমার ক্ষেত্রে জো’কে স্ট্রাইক ফিরিয়ে দিতে টিকে থাকতে হয়েছিল।’

যদিও দুই ওভার বাদে মোহাম্মদ শামির শিকার হয়েছিলেন ১৬ বলে কোনো রান না পাওয়া অ্যান্ডারসন। শেষ পর্যন্ত সেই টেস্টে ভারতের কাছে ১৫১ রানের হেরেছিলেন অ্যান্ডারসনরা। তার আগে বৃষ্টির কারণে ড্র হয়েছিল সিরিজের প্রথম টেস্ট। বুধবার (২৫ আগস্ট) হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড ও ভারত।