বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজ দেখে শিক্ষা নিয়ে বাংলাদেশে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:06 মঙ্গলবার, 24 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

উপমহাদেশের উইকেট খানিকটা স্পিনবান্ধব হলেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশগুলোর উইকেট বরাবরই পেস বান্ধব। কন্ডিশনের সঙ্গে তাল মেলাতে না পারায় কদিন আগে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। 

বাংলাদেশের বিপক্ষে অজিদের অসহায় আত্মসমর্পণ ঘরে বসে দেখেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। অজিরা ব্যর্থ হলেও সেখান থেকে কঠিন চ্যালেঞ্জ উতরানোর শিক্ষা নিয়েছে হেনরি নিকোলসরা। কিউইদের টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন, বাংলাদেশের কন্ডিশন কঠিন হলেও তাঁরা এই সিরিজের জন্য প্রস্তুত।

এ প্রসঙ্গে নিকোলস বলেন, ‘সিরিজে অস্ট্রেলিয়ার দিকে তাকালে, আমার মনে হয় তাদের সর্বোচ্চ রান ছিল ১৩০ (১২১), আর এখানে (নিউ জিল্যান্ডে) ১৮০ রান হচ্ছে মানদণ্ড। তাই, ব্যাটসম্যান হিসেবে মাথায় রাখতে হবে সেটা এবং মনে রাখতে হয়, এই কন্ডিশন কিছুটা কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমরা এই সিরিজের জন্য ভালোভাবেই প্রস্তুত। আর বাড়তি পাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা দেখা। আমার মনে হয়, তারা যেভাবে খেলার চেষ্টা করেছে, যেমনটা তারা খেলেছে, সেটা সফল হয়নি। দল হিসেবে এটা আমাদের জন্য ভালো একটি শিক্ষা। যেমনটা আমি বলেছি, উড়াল দেওয়ার আগে গত দুই সপ্তাহে আমরা ভালো ক্যাম্প করেছি।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখে টম লাথামের দল। আপাতত তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। 

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুরে হবে নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচ।