বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৮ বছর পর ঢাকায় নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 মঙ্গলবার, 24 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখে টম লাথামের দল। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৮ বছর পর বাংলাদেশে আসলো কিউইরা।

সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি খেলেছিল তাঁরা। ঢাকা পা রেখে বাসে করে টিম হোটেলের পথে তাঁরা। যেখানে আপাতত তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এরপর ২৭ তারিখ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তাঁরা। 

নিউজিল্যান্ডের পুরো দল আসার আগেই গেল ২০ আগস্ট বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড খেলে সরাসরি বাংলাদেশে আসেন তাঁরা। অ্যালেন খেলছেন বার্মিংহাম ফিনিক্স ও গ্রান্ডহোম খেলছেন সাউদার্ন ব্রেভের হয়ে।

অ্যালেন ও গ্র্যান্ডহোমের কোয়ারেন্টাইন শেষ হলেও তাঁরা দুজন এখনও অনুশীলনে করেননি। এদিকে তাঁরা আসার আগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের একটি পর্যবেক্ষক দল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুরে হবে নিউ জিল্যান্ডের সবগুলো ম্যাচ।