ওয়েস্ট ইন্ডিজ - পাকিস্তান সিরিজ

জ্যামাইকায় শেষ রোমাঞ্চের অপেক্ষা, চালকের আসনে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:30 মঙ্গলবার, 24 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কিংস্টোনের স্যাবাইনা পার্কের পেস সহায়ক উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন পেসাররা। উইকেট থেকে বাড়তি সুবিধা পেলে শাহীন শাহ আফ্রিদি-মোহাম্মদ আব্বাস ও হাসান আলিরা কতটা ভয়ংকর হয়ে ওঠতে পারেন প্রথম ইনিংসেই সেটার প্রমাণ দিয়েছেন। প্রথম ইনিংসে পাকিস্তানের পেসাররা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫০ রানে গুড়িয়ে দেয়ায় জ্যামাইকা টেস্টে খানিকটা চালকের আসনে তাঁরা। 

ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিনে শাহীন আফ্রিদি-আব্বাসদের প্রয়োজন ৯ উইকেট। বিপরীতে ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮০ রান। এদিকে ড্র করতে চাইলে ক্রেইগ ব্র্যাথওয়েট-কাইল মায়ার্সদের টিকে থাকতে হবে শেষদিনের ৯৮ ওভার। চতুর্থদিন শেষে জয়ের জন্য ৩২৯ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান।

আগের দিনের ৩ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন আলজারি জোসেফ। শাহীন আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা জোসেফ করেছেন মোটে ৪ রান।

এরপর অবশ্য এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড মিলে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন। তাঁদের দুজনের এই জুটি থেকে আসে ৬০ রান। পাকিস্তানের গলার কাঁটা হয়ে দাঁড়ানো বোনারকে ফেরান আব্বাস। ডানহাতি এই পেসারের গুড লেন্থ বলে এজ হয়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ৩৭ রান করা বোনার। 

পরের বলেই সাজঘরের পথে হাঁটেন কাইল মায়ার্স। সর্বশেষ তিন ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁদের দুজনের বিদায়ের পর গালিতে দাঁড়িয়ে থাকা ফাওয়াদ আলমের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩৩ রান করা ব্ল্যাকউড। 

শেষ দিকে জেসন হোল্ডার ২৬ রান করলেও ক্যারিবীয়রা অল আউট হয় মাত্র ১৫০ রানে। হোল্ডারকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন শাহীন আফ্রিদি। এরপর কেমার রোচকে সাজঘরে পাঠিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে পৌঁছান ৫১ রানে ৬ উইকেট নেয়া বাঁহাতি এই পেসার। 

১৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে থাকেন সফরকারীদের দুই ওপেনার আবিদ আলি ও ইমরান বাট। মাত্র ৩৭ বলেই দলীয় ৫০ রান পূর্ণ করে পাকিস্তান। দশম ওভারে জোসেফের বলে আউট হয়েছেন ২৯ রান করা আবিদ। তাঁর বিদায়ের একটু পর আউট হয়েছেন ৩৭ রান করা বাট।

দ্রুত রান তুলতে গিয়ে ৬ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ১৭৬ রান তোলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। তাতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে ক্যারিবীয়রা। দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরেন ২৩ রান করা কিরন পাওয়েল। শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারালে চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান।