ভারত-ইংল্যান্ড সিরিজ

সমালোচনায় অনুপ্রাণিত হন রাহানে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:26 সোমবার, 23 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ব্যাট হাতে নিজের সেরা ছন্দে নেই আজিঙ্কা রাহানে। যার ফলে অনেকের কাছ থেকেই সমালোচনার শিকার হচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান। তবে কোনো ধরনের সমালোনায় উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন রাহানে। তার মতে, সমালোচনায় আরো বেশি অনুপ্রাণিত হন তিনি।

চলতি বছর টেস্টে ক্রিকেটে ১৫টি ইনিংসে খেলে ফেললেও এখনো পর্যন্ত কোনো সেঞ্চুরির দেখা পাননি রাহানে। এই ১৫ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২২। এ ছাড়া কেবল দুই ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যে কারণে তার দলে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

যদিও গুরুত্বপূর্ণ লোকদের নিয়েই সবাই সমালোচনায় মেতে থাকে বলে মনে করেন রাহানে। তিনি বলেন, ‘লোকেরা আমার সম্পর্কে আলোচনা করায় আমি খুশি। আমি বিশ্বাস করি, লোকজন সবসময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আলোচনা করে। তাই আমি বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। এ সব আসলে দলের জন্য অবদানের প্রসঙ্গেই ওঠে।’

এ ছাড়া যে কোনো ধরনের সমালোচনা তাকে অনুপ্রেরণা যোগায় বলেও জানান রাহানে। এসব বিষয়গুলো কখনো তার বিরক্তির কারণ হয় না উল্লেখ করে রাহানে বলেন, ‘এই সব কিছু আমাকে অনুপ্রাণিত করে। দেশের জন্য খেলা আমাকে অনুপ্রাণিত করে। আমি সমালোচনা নিয়ে বিরক্ত নই।’

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তিন ইনিংস মিলিয়ে কেবলমাত্র ৬৭ রান করেছেন রাহানে। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারার সঙ্গে ১০০ রানের জুটি গড়ে নিজে করেছিলেন ৬১ রান। তবুও ব্যাটে ছন্দ না থাকায় সমালোচনার শিকার হন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এসব পাশ কাটিয়ে যুক্তরাজ্যের পেস বান্ধব কন্ডিশনে নিজেরা খেলতে যথেষ্ট অভিজ্ঞ বলে জানান রাহানে।

তার কথায়, ‘যখন আপনি যুক্তরাজ্যে খেলছেন, লাইন এবং লেন্থ খুবই গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিটের জন্য এটি একটি চ্যালেঞ্জ। ২০১৪ তে যখন আমরা এখানে এসেছিলাম, তখন আমরা একটি তরুণ দল ছিলাম। ছেলেরা তখনও শিখছিল। এখন আমরা অভিজ্ঞ।’