দ্য হান্ড্রেড

মরগানের কথায় অনুপ্রাণিত মিলস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:02 সোমবার, 23 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডের পুরো আসরে দুর্দান্ত বোলিং করে সবার নজর কেড়েছেন টাইমাল মিলস। সেই সঙ্গে ইয়ন মরগানের প্রশংসা কুড়িয়েছেন তিনি। খোদ ইংলিশ অধিনায়কের মুখে নিজের প্রশংসা শুনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার।

এবারের দ্য হান্ড্রেডে শিরোপাজয়ী সাউদার্ন ব্রেভের পেস আক্রমণের অন্যতম প্রধান হাতিয়ার ছিলেন মিলস। পুরো আসরে ১.১১ ইকোনোমিতে বোলিং করে ৮টি উইকেট নিয়েছেন এই বাহাতি পেসার। যার ফলস্বরূপ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে মিলসের জায়গা পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন মরগান।

মরগানের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে দারুণ খুশি মিলস। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার আশা প্রকাশ করে মিলস বলেন, ‘আমি নিশ্চিত নিজের জায়গা নিশ্চিত করতে পারব। সে (মরগান) যা বলেছে সেটা দেখে আমি নিজেকে সেই জায়গা থেকে কিছুটা দূরে দেখছি। মরগানের কাছ থেকে কথাটা শুনে খুবই ভালো লাগছে।’

দ্য হান্ড্রেডে প্রতি ম্যাচেই ৯০ মাইল গতিতে বোলিং করেছেন মিলস। আসরটিতে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ফাইনালে বার্মিংহ্যাম ফনিক্সের বিপক্ষে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আসরে বল হাতে ছন্দে থাকায় দারুণ খুশি এই ক্রিকেটার।

মিলসের কথায়, ‘আমি সত্যিই খুশি যে, আমি দ্য হান্ড্রেডের সবগুলো ম্যাচ খেলেছি। আমি প্রতিটি ম্যাচে বল করতে পেরেছি যা অবিশ্বাস্য। আমি যখন সম্পূর্ণ ফিট থাকি তখন আমি নিজেকে ফিরে পাই। এটি কেবল ফিট থাকা এবং ফিটনেস প্রমাণ করার ক্ষেত্রে। এর পরে যা হবে, গত পাঁচ সপ্তাহ কীভাবে কেটেছে তা নিয়ে আমি সত্যিই খুশি।’

২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়েছিল মিলসের। পরবর্তীতে চোটে পড়ায় জাতীয় দলের সঙ্গে পথচলা দীর্ঘায়িত হয়নি ৫টি পাঁচটি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের। তবে দ্য হান্ড্রেডে উজ্জ্বল পারফরম্যান্সের পর ফের জাতীয় দলে ফেরার আভাস পাচ্ছেন মিলস।