পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফাওয়াদের মতো ব্যাটিং করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:13 সোমবার, 23 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জ্যামাইকা টেস্টের উইকেট পুরোপুরি বোলিং সহায়ক। ব্যাটসম্যানদের জন্য কঠিন এই উইকেটে পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ফাওয়াদ আলম। জেসন হোল্ডার বলছেন, ফাওয়াদের ব্যাটিং ছিল এই উইকেটের জন্য আদর্শ।

এই পাকিস্তানি ব্যাটসম্যান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলের গুণাগুণ বুঝে ব্যাটিং করেছেন। স্যাবাইনা পার্কের বোলিং সহয়ায়ক পিচে ধৈর্যশীল ব্যাটিং করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। হোল্ডারের মতে নিজেদের সেরাটা খেলতে ক্যারিবিয়ানদেরও এমন ধৈর্যশীল ব্যাটিং করতে হবে।

ফাওয়াদের ব্যাটিং প্রসঙ্গে হোল্ডার বলেন, ‘ফাওয়াদ আমাদের দেখিয়েছে কিভাবে এই উইকেটে খেলতে হবে। সে খুবই ধৈর্যশীল ছিল। এই ধরনের জটিল পরিস্থিতিতে বলের গুণাগুণ অনুযায়ী খেলতে হয় এবং এই ধরনের কন্ডিশনে নতুন বল অবশ্যই বিপজ্জনক।’

এই উইকেটে নতুন বল সামলানো খুবই কঠিন। তবে বল পুরোনো হলে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়। হোল্ডারের মতে নতুন বল সামলে উইকেটে ঠিকে থাকতে পারলে এই পিচেও রান করা সম্ভব।

সাবিনা পার্ক টেস্টের উইকেট প্রসঙ্গে হোল্ডার বলেন, ‘আমার মনে হচ্ছে নতুন বলের জন্য এটা সহায়ক উইকেট। আপনি যদি নতুন বল সামলে নিতে পারেন তাহলে এটা ব্যাটিং করার জন্য ভালো উইকেট।’

পাকিস্তানের প্রথম ইনিংসের ৩০২ রানের জবাবে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার আশা করছেন চতুর্থ দিনে গুরে দাড়াবে ক্যারিবিয়ানরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি আশা করি আগামীকাল সবকিছু ঠিকমত হবে, পিচ সমান থাকবে এবং অতিরিক্ত বাউন্স হবে না।’