শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ

শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না ডালা ও লেঙ্গাভেল্টের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 সোমবার, 23 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সীমিত ওভারের সিরিজ খেলতে বুধবার (২৫ আগস্ট) শ্রীলঙ্কা সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা সরকারের করোনা সংক্রান্ত নিয়ম-নীতির মারপ্যাচে এই সফর থেকে ছিটকে গেলেন প্রোটিয়াদের বোলিং কোচ চার্লস লেঙ্গাভেল্ট ও পেসার জুনিয়র ডালা। লেঙ্গাভেল্টের বদলি হিসেবে মান্ডলা মাশিম্বি ও ডালার বদলি হিসেবে লুথো সিপামলাকে দলে অর্ন্তভুক্ত করেছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

গত কয়েক সপ্তাহ আাগে করোনায় আক্রান্ত হয়েছিলেন লেঙ্গাভেল্ট ও ডালা। যদিও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ শেষে ইতোমধ্যে করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন তারা। তবে করোনায় আক্রান্ত হওয়ার ২১ দিনের মধ্যে শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি না থাকায় দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তাদের।

লেঙ্গাভেল্ট না থাকায় ঘরোয়া লিগের বোলিং কোচ ম্যান্ডলা ম্যাশিম্বিকে শ্রীলঙ্কা সফরের জন্য দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। গত ওয়েস্ট ইন্ডিজ সফরেও সহকারী কোচ এনোচ নকওয়ের অনুপস্থিতে দলের সঙ্গে ছিলেন তিনি। এদিকে পেস আক্রমণে ডালার শূন্যতা পূরণে পাঁচটি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা সিপামলাকে দলে নিয়েছে তারা।

অন্যদিকে ২০১৯-২০ মৌসুমে দায়িত্ব বুঝে নিলেও দলের সঙ্গে প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন জ্যাক ক্যালিস। সেই সঙ্গে প্রোটিয়াদের বহরে থাকছেন ঘরোয়া লিগের দল লিয়ন্সের ব্যাটিং কোচ জাস্টিন সিমন্স। এর অর্থ শ্রীলঙ্কা সফরে থাকছেন না নিয়মিত ব্যাটিং কোচ নিল ম্যাককেঞ্জিও।

ওয়ানডে সিরিজে তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কুইন্টন ডি কক, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডিকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ডি কক ও মিলার। আর ব্যক্তিগত কারণে নিজেকে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন লুঙ্গি এনগিডি। তবে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন এই তিন ক্রিকেটার।

আগামী ২ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের আতিথেয়তা নেবে প্রোটিয়ারা। এরপর ৪ ও ৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে শেষে যথাক্রমে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় শুক্রবার (২০ আগস্ট) থেকে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর অর্থ সাম্প্রতিক সফরের চাইতে আরো বেশি কড়াকড়ি জৈব সুরক্ষা বলয় মেনে শ্রীলঙ্কা সফর করবে দক্ষিণ আফ্রিকা