Connect with us

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গত ২০ আগস্ট ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্রান্ডহোম এবং ফিন অ্যালেন। তাদের সঙ্গে এসেছিলেন একজন পর্যবেক্ষক দলের সদস্যও। এর আগে ১৭ আগস্ট বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুই সদস্য।

বাংলাদেশে আসার পর থেকেই তারা রুম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকেই শেষ হচ্ছে তাদের কোয়ারেন্টাইন। এ ছাড়া মঙ্গলবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের পুরো দল। সেই সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা ২৪ আগস্ট থেকে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। এর আগে ২২ ও ২৩ আগস্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিসিয়ালরা ২২ এবং ২৩ তারিখ রুম কোয়ারেন্টাইন শেষ করে ২৪ তারিখ থেকে বাবলে প্রবেশ করবেন। নিউজিল্যান্ডের প্রতিনিধি দলের দুই জন সদস্য ১৭ তারিখ। আর একজন সদস্য ২০ তারিখে বাংলাদেশে এসেছেন।'

'২০ তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডের দুজন খেলোয়াড় এসেছেন। সবাই এই পর্যন্ত হোটেলে রুম কোয়ারেন্টাইনে আছেন। ২৩ তারিখ আজকে হোটেল কতৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবে।'

২২ ও ২৩ আগস্ট একদফা করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট সবার। এরপর ২৪ আগস্ট থেকে কোয়ারেন্টাইন শুরুর পর আরও দুই দফা করোনা পরীক্ষা দিতে হবে সবার। পরীক্ষায় সবার ফলাফল নেগিটিভ এলেই কেবল ২৭ আগস্ট থেকে দুই দলের ক্রিকেটাররাই অনুশীলনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক।

দেবাশিষ বলেছেন, '২৪ তারিখ নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে। বাংলাদেশ দল ও নিউজিল্যান্ড দল সেই সঙ্গে খেলা পরিচালনার জন্য যারা আছেন তারা ২৪, ২৫ ও ২৬ তারিখে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে। এই তিনদিন দুই দফা পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিত্তিতে ২৭ তারিখ থেকে তারা বায়ো বাবলের বাইরে আসতে পারবেন। অনুশীলন ও অন্যান্ন কার্যক্রম শুরু করতে পারবেন।'

সর্বশেষ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

দলীয় পারফরম্যান্সে উজ্জীবিত হয়েই বিশ্বকাপে যেতে চান মিরাজ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব!

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজে কিউই দলে যুক্ত হলেন টিকনার

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ইংল্যান্ড সিরিজে ফিরছেন স্টইনিস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ছোটবেলা থেকেই জয়াসুরিয়ার মতো হতে চেয়েছি: আতাপাত্তু

৫ অক্টোবর, বুধবার, ২০২২

দলীয় একতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন রয়

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ডাক্তার বা আর্মি হতে না পারার আক্ষেপ থেকেই লেগ স্পিনার তুবা

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

আর্কাইভ

বিজ্ঞাপন