ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেটাররা তাকে ছুরিকাঘাত করছে, এমন ভয়ে থাকেন ল্যাঙ্গার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:30 সোমবার, 23 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বিতর্কে জড়ান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। পাশাপাশি বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল অজি ক্রিকেটার ও ল্যাঙ্গারের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এবার উসমান খাজা বলেছেন, ল্যাঙ্গার ভাবেন ক্রিকেটাররা তাকে পেছন থেকে চুরিকাঘাত করছে।

খাজার মতে কোচের সঙ্গে ক্রিকেটারদের এমন সম্পর্ক হতাশাজনক। তার মতে দুই পক্ষের সঙ্গেই কথা বলে এই দ্বন্দের অবসান ঘটাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডের এমন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

খাজা এ প্রসঙ্গে বলেন, ‘আপনার কি মনে হয়, জাস্টিন ল্যাঙ্গার কি ভাবছে? সে হয়তবা ভাবছে ক্রিকেটাররা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং এটা খুবই হতাশাজনক। এটা আসলেই বাজে দৃষ্টান্ত। যত তাড়াতাড়ি সম্ভব দলকে এটা সমধান করতে হবে।’

খাজা আরও মনে করেন দলের খারাপ সময়ের পেছনে শুধুই কোচ নয়, দায় আছে ক্রিকেটারদেরও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধুই কোচ নয়, ছেলেরাও পারফর্ম করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের নিজেকেই দায়িত্ব নিতে হবে। এটি ব্যাক্তিগত কিছু নয় তাই সবার সম্মিলিত পদক্ষেপ থাকা দরকার।’

খাজার মতে ল্যাঙ্গার খুবই আবেগপ্রবণ মানুষ। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে খুবই ভালবাসেন এবং সবসময় এর উন্নতি চান। যেকোনো পরিস্থিতিতে তার কাছে দলের জয়টাই মুখ্য বিষয় হিসেবে ধরা দেয়।

ল্যাঙ্গার প্রসঙ্গে খাওয়াজা বলেন, ‘সে খুবই আবেগী মানুষ। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে খুব ভালবাসে, সবার থেকে সেরাটা চায়, শুধুই সফল হতে চায়। সে জয়ে অভ্যস্ত, এটা ভাল দিক। স্যান্টপেপার কেলেঙ্কারির পর থেকে তিনি জয়ের দিকে খুবই মনযোগী।’