ভারতের ক্রিকেট

চাঁদের সঙ্গী হলেন তারই অনুর্ধ্ব-১৯ দলের সতীর্থ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:45 সোমবার, 23 আগস্ট, 2021

|| ডোস্ক রিপোর্ট ||

যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারত দলের স্পিনার হারমিত সিং। উন্মুখ চাঁদের অধীনে ঐ বছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এ ছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলে থাকেন এই স্পিনার।

এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগের খেলার জন্য ভারতের ক্রিকেটকে বিদায় বলেছেন চাঁদ। এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার মানান শর্মাও একই কারণে ভারতের ক্রিকেটকে বিদায় বলেছেন। এবার তাদেরই সঙ্গী হতে চলেছেন হারমিত।

তিনি বলেন, 'আমি জুলাইয়ে অবসর নিয়েছি। কারণ আমি মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাচ্ছিলাম না। যেটা কিনা আমার নিজের শহর। আমি সেখানে (যুক্তরাষ্ট্রে) খেললে ভালো অঙ্কের অর্থ পাবো যা কিনা আমাকে আর্থিক নিশ্চয়তা দেবে। সেখানে খেলার পর্যায়টা বেশ ভালো।'

মূলত ৩ বছরের চুক্তিতে মেজর লিগে খেলতে যাচ্ছেন হারমিত। ইতোমধ্যেই তিনি সেখানে ১ বছর কাটিয়ে ফেলেছেন। ফলে আশা করছেন যে আর ১৮ মাস পর যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবেন তিনি।

এ প্রসঙ্গে হারমিত বলেন, 'আপনি যদি ৩০ মাস ধরে যুক্তরাষ্ট্রে খেলি তাহলে আপনি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার যোগ্য হবেন। আমি এখণ পর্যন্ত এখানে ১২ মাস কাটিয়ে দিয়েছি, ওখনো ১৮ মাস কাটানো বাকি রয়েছে আমার।'

তিনি আরো বলেন, '২০২৩ এর শুরুতেই আমি যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করব। হ্যা তখন আমার বয়স ৩০ হবে এটা ঠিক। কিন্তু আমি মনে করি ওটাই স্পিনারদের জন্য সেরা সময় নিজেকে মেলে ধরার।'