আইপিএল

আইপিএল খেলার অনুমতি নেননি হাসারাঙ্গা-চামিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:12 রবিবার, 22 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বদলি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া বাকি অংশে খেলার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং দুসমান্থু চামিরা।

যদিও এই দুজন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের (এনওসি) আবেদন করেনি বলে জানিয়েছেন এসএলসির ক্রিকেট পরিচালক মোহন ডি সিলভা।

এমনকি এই দুজন যে আইপিএলে খেলার জন্য চুক্তিবুদ্ধ হয়েছেন সেটাও নাকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবগত নয়। তাই এই দুজন আইপিএল খেলার এনওসি পাবেন কিনা সে ব্যাপারে কোন সিদ্ধান্তও নেয়নি এসএলসি।

ক্রিকবাজকে মোহন বলেন, 'আমার এ সম্পর্কে জানা নেই, আমাকে একটু খোঁজ নিতে হবে। এই মাসের শেষ থেকে হয়ত আমরা লকডাউনে পরে যাবো। আমরা এখনো এ (হাসারাঙ্গা এবং চামিরার আইপিএল খেলা) বিষয়ে কোন সিদ্ধান্ত নেইনি।'

তিনি আরো বলেন, 'তাদের নো অবজেকশন সার্টিফিটেকের জন্য আবেদন করতে হবে। তাদের আইপিএলে নেয়া হয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই, না তারা আমাদের কাছ থেকে কোন অনুমতিও চায়নি।'

এর আগে আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন হাসারাঙ্গা এবং চামিরা। কিন্তু স্থগিত হওয়া অংশে খেলার জন্য অস্ট্রেলিয়ার অ্যাডম জাম্পার পরিবর্তে হাসারাঙ্গা এবং ডেনিয়েল সামসের পরিবর্তে চামিরা বেঙ্গালুরুতে ডাক পেয়েছেন।