আফগানিস্তান - পাকিস্তান সিরিজ

শ্রীলঙ্কায় লকডাউন, অনিশ্চিত আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:25 রবিবার, 22 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সারা দেশে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। আর এতে পুনরায় শঙ্কা দেখা দিয়েছে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ নিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজই।

এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফগানিস্তানের ঘরের মাঠে। কিন্তু সেখানে রাজনৈতিক অস্থিরতার কারণে শঙ্কা দেখা দেয় সিরিজ নিয়ে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের নিজেদের মাটিতে সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)।

আফগানরা সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত দুই বোর্ডের সমঝোতায় শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়। আগামী মাসের ৩-৯ সেপ্টেম্বর তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিন্তু শ্রীলঙ্কা সরকার দেশটিতে লকডাউন ঘোষনা করায় আবারও অনিশ্চিত হয়ে পড়ল এই সিরিজের ভবিষ্যত। এদিকে ইতোমধ্যেই শ্রীলঙ্কায় দল পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আফগানিস্তান। আগামী কয়েকদিনের মধ্যেই দল পাঠানোর কথা জানিয়েছিলেন এসিবির প্রধান নির্বাহী হামিদ শেনওয়ারি।

শ্রীলঙ্কায় দল পাঠানো প্রসঙ্গে হামিদ বলেছিলেন, ‘আমরা আশা করি আগামী চার দিনের মধ্যে দল চলে যাবে। আমরা পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট উভয়ের সঙ্গেই আলোচনা করেছি এবং তারা অবগত আছে। এসএলসির কাছে কৃতজ্ঞতা আমাদেরকে আথিতেয়তা দেওয়ার জন্য। তারা সত্যিই উদার।’

তিনি আরও জানিয়েছিলেন, ‘আমরা অফিস করছি। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে দল। এটা নিশ্চিত আমরা খুব শীঘ্রই শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছি। আফগানিস্তানে অস্বাভাবিক পরিস্থিতির কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফ্লাইট পাওয়া মাত্রই আমরা চলে যাব। দলের সদস্যরা কাবুলে একত্রে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে।’