ভারতীয় ক্রিকেট

ভারতের পেস ইউনিট বিশ্ব সেরা: খাওয়াজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 রবিবার, 22 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একটা সময় ব্যাটসম্যানদের দিয়ে রাজত্ব দেখালেও বর্তমানে ভারতের সবচেয়ে শক্তির জায়গা তাঁদের পেস বোলিং ইউনিট। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মাদের সঙ্গে ভারতের পেস ইউনিটে ভরসার নাম মোহাম্মদ সিরাজ। গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে দাপটের সঙ্গে খেলা আসছে তাঁরা।

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও চলমান রয়েছে পেসারদের আধিপত্য। ভারতের এই পেস ইউনিটকে বিশ্ব সেরা বলে দাবি করেছেন ওসমান খাওয়াজা। বুমরাহ-শামি- ইশান্তদের বিভিন্ন দক্ষতা নিয়ে প্রশংসা ঝড়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনারের কণ্ঠে। তাঁর দাবি, ভারতের বোলিং লাইনআপ অবিশ্বাস্য।

এ প্রসঙ্গে খাওয়াজা বলেন, ‘আমার মতে ভারতের বোলিং লাইন আপ বিশ্বের যেকোনো বোলিং লাইন আপের চেয়ে সেরা। হ্যাঁ, সারা বিশ্বে দুর্দান্ত কয়েকজন বোলার আছে, তবে ভারতের বোলিং লাইন আপ অবিশ্বাস্য। জসপ্রিত বুমরাহ বিশ্বের অন্যতম সেরা বোলার।’

তিনি আরও বলেন, ‘বেমানান অ্যাকশন, ভালো বাউন্সার, অসাধারণ দক্ষতা, স্লো বল এই সমস্ত দিক দিয়ে সে অসাধারণ প্রতিভাবান। ইশান্ত শর্মা বেশ দক্ষতাসম্পন্ন বোলার। সে খুব ভালো লেন্থে বল করতে পারে। সে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে যে কারণে তার অভিজ্ঞতা অমূল্য।’

গেল কয়েক বছর ধরেই বুমরাহ-ইশান্তদের সঙ্গে ভারতের পেস ইউনিটের কাণ্ডারি শামি। তবে গতির সঙ্গে ‍দারুণ সব সুইংয়ে ব্যাটসম্যানদের ভড়কে দেন ডানহাতি এই পেসার। টেস্টে বরাবরই ভারতের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকেন তিনি। তবে খাওয়াজার দাবি, শামি বর্তমানে সবচেয়ে আন্ডার রেটেড পেসার, যাকে সবাই ভুলে যায়।

খাওয়াজা বলেন, ‘আমার মতে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার শামি। আপনি যেমনটা ভাবেন, সে তার চেয়েও জোরে বল করে। আমি মনে করি এটি ওর দক্ষতার একটি এবং সে সবসময় একটি সুন্দর অবস্থানে সীম রেখে বল করে। কিন্তু ও যে বোলিং লাইনআপের প্রধান অস্ত্র এটা নিয়ে কেউ কথা বলে না বরং লোকজন তাকে ভুলে যায়।’

সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন সিরাজ। অস্ট্রেলিয়ার সফরে ভালো করার পর ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডানহাতি এই পেসার। লর্ডস টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তাঁর পারফরম্যান্স ‍মুগ্ধ করেছে খাওয়াজাকেও। সিরাজকে নিয়ে শুনিয়েছেন প্রশংসার বাণী।

তিনি বলেন, ‘সবশেষে সিরাজের কথায় আসি, গ্রীষ্মে কঠোর প্ররিশ্রম করেছে। ওর বোলিং দেখে মনে হচ্ছিল ও উইকেট বরাবর হেটে আসছে। সে একজন অত্যন্ত দক্ষ বোলার। সম্ভবত তিন বছর আগে এ দলের সিরিজে ওর মুখোমুখি হয়েছিলাম। ও অবিশ্বাস্য স্পেল করেছিল, তখন দেখেই বুঝেছিলাম ও খুব ভালো টেস্ট বোলার হতে চলেছে।’