অ্যাশেজ সিরিজ

বাটলারের অ্যাশেজ খেলা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:29 রবিবার, 22 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন জস বাটলার। দীর্ঘ সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলা ও তার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় অ্যাশেজে খেলা নিয়ে শঙ্কা রয়েছে তাঁর। পরিবার নিয়ে না যেতে পারলে নিজেকে সরিয়ে নিতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এমনকি ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে নাও দেখা যেতে পারে তাঁকে।

জাতীয় দল আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে বেশ ব্যাস্ত সময় পার করছেন বাটলার। এ সময়ে জৈব সুরক্ষা বলয়ে থেকেই মাঠে নামতে হয়েছে তাকে। পাশাপাশি বিছিন্ন ছিলেন পরিবার থেকেও।

অস্ট্রেলিয়া সরকারের কঠোর নীতির কারণে অ্যাশেজে পরিবার সঙ্গে নিতে পারবেন না ইংলিশ ক্রিকেটাররা। কদিন আগে গুঞ্জন ওঠেছিল পরিবার নিয়ে যেতে না পারলে অ্যাশেজ খেলতে চান না ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। এমন গুঞ্জন ও অজি সরকারের বিধি নিষেধের পর অ্যাশেজে বাটলারের খেলার সম্ভাবনা খুবই কম।

অ্যাশেজ প্রসঙ্গে বাটলার বলেন, ‘কোভিড সবার জন্যই চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়া খুবই কঠোর নীতিতে এটি মোকাবেলা করার চেষ্টা করছে। এটি (অস্ট্রেলিয়া সফর) সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগে পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, আপনি কি সিদ্ধান্ত নেবেন।’

বাটলারের মতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইচ্ছা না থাক স্বত্বেও কাজ করাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এ সময় তার ক্যারিয়ারের জন্য, তার পরিবারের ত্যাগের কথাও উল্ল্যেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনার যখন ইচ্ছা থাকবে না, তখন কাজ করা একটি বড় চ্যালেঞ্জ। আমি ক্রিকেটের জন্য অনেক কিছু ত্যাগ করেছি ‘

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী ও পরিবার আমার জন্য অনেক কিছুতে ছাড় দিয়েছে। আপনাকে ‘না’ বলার জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো খেলোয়াড় যদি মনে করে তারা এটা করতে পারবে না, তাহলে সেটা হতাশাজনক। কিন্তু আমরা এই মুহুর্তে এমন পরিস্থিতিতে আছি, যেখানে এটি সম্ভব।’