Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানও ফেভারিট: ইমাদ


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এর মাঝে একবার আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও টি-টোয়েন্টির শিরোপা জেতা হয়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে মানছেন ইমাদ ওয়াসিম। 

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ থাকায় ২০০৯ সালের পর বেশ কয়েক বছর নিজেদের হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলেছে তাঁরা। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় নিজেদের ফেভারিট হিসেবে দাবি করেছেন ইমাদ। তাঁর দাবি, এটি তাঁদের ঘরের মাঠ।

এ প্রসঙ্গ ইমাদ বলেন, 'আরব আমিরাতের কন্ডিশন আমাদের ঘরের মাঠের মতো হবে। অনেকদিন আমরা এখানে খেলছি। এ জন্যই এবারের আসরে আমরা অন্যতম ফেভারিট। আমদের কিছু দক্ষ খেলোয়াড় আছে, যারা আমাদের চ্যাম্পিয়নের কাছাকাছি নিয়ে যেতে পারে। আমরা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করব।’

বিশ্বকাপ শুরু এখনও মাস দুয়েক বাকি। এই সময়ের মধ্যে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। ইমাদ মনে করেন এই সিরিজগুলোতে জয়ের ধারায় থাকতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখাটা বাড়তি সুবিধা দেবে।

বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে ইমাদ বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের দুই-তিনটি ভালো সিরিজ আছে। আমাদের লক্ষ্য থাকবে সেগুলো জেতা। জয়ের ধারাবাহিকতায় থাকলে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারব।’

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সেরা হওয়ার লড়াই। যেখানে ২৪ অক্টোবর এবারের আসরে প্রথমবার মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এ ছাড়া তাদের গ্রুপের বাকি দলগুলো হলো আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বাকি দুই দল জায়গা করে নেবে বাছাই পর্ব থেকে।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন