তিন ফরম্যাটে আলাদা দল বানালে কেউ ভারতকে হারাতে পারবে না!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:49 রবিবার, 22 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ঘরের মাঠের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের সেরা ক্রিকেট খেলছে ভারত। যেকোনো কন্ডিশনের সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত পারফর্ম করে চমক দেখাচ্ছে বিরাট কোহলির দল। এই ধারাবাহিকতায় ভারত প্রতিটি ফরম্যাটের জন্য সেরা দল গঠন করতে পারলে তাদেরকে কেউ টেক্কা দিতে পারবে না বলে মনে করেন সাবা করিম।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে বেশ নাজেহাল করেছে ভারত। প্রতিকূল কন্ডিশনে খেলা হলেও নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে সেই চাপটা কাউকে বুঝতেই দেননি ক্রিকেটাররা। সেই টেস্টে পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ১৫১ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

পূর্বের চেয়ে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার থাকায় বর্তমানে পাইপলাইন বেশ সমৃদ্ধ ভারতের। সেই সুযোগে আত্মবিশ্বাসী ক্রিকেটারদের নিয়ে ভারত দল গঠন করতে পারে বলে জানান দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান করিম। এমনটা করতে পারলে ভারত যেকোনো দেশকে তাদের মাটিতে হেসে খেলে হারাতে পারে বলে মনে করেন তিনি।

করিম বলেন, ‘আগের চেয়ে বর্তমানে আমাদের বেশ কিছু বুদ্ধিমান খেলোয়াড় রয়েছে। যারা সবসময় প্রতিপক্ষ দলকে তাদের কন্ডিশনের হারিয়ে দিতে পারবে বলে বিশ্বাস রাখে।’

সাদা বলের ক্রিকেটে যারা ভালো করছে তাদের টেস্টে সুযোগ দিয়ে বাজিমাত করছে ভারত এমনটাই মনে করছেন করিম। এতে করে নিজেদের সামর্থ দেখানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ভারতের মতো তেমনটি করতে পারেনি ইংল্যান্ড। সে কারণে মানসম্মত ক্রিকেটার থাকা সত্ত্বেও ভারতের বিপক্ষে ভুগতে হয়েছে তাদের।

তিনি বলেন, ‘আমরা যদি প্রতিটি ফরম্যাটের জন্য সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ গঠন করতে পারি, তাহলে আমাদের টেক্কা দেওয়ার মতো কোনো দল থাকবে না। বর্তমানে অনেক দেশ তাদের সাদা বল খেলোয়াড়দের লাল বল খেলার সুযোগ দিতে চায় না। ইংল্যান্ডকে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যেকোনো ফরম্যাটে ভালো করছে, এমন ক্রিকেটারকে অন্য ফরম্যাটেও সুযোগ দিতে হবে।’