বাংলাদেশ ক্রিকেট

এইচপি ক্যাম্পে থাকা আকবর-হৃদয়দের চোখ জাতীয় দলে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:43 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন এমন ক্রিকেটারদের প্রস্তুত করতে কাজ করতেই গড়ে তোলা হয় হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। এবারের এইচপি দলে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা বেশ কয়েকজনও রয়েছেন এইচপি দলে।

ক্যাম্প করতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে আকবর আলি ও তৌহিদ হৃদয়রা জানিয়েছেন নিজেদের ভাবনার কথা। সবধরনের সুযোগ লুফে নিয়ে নিজেদের শানিত করতে চান তাঁরা। সেই সঙ্গে এইচপি ক্যাম্পে বসে জাতীয় দলে খেলার স্বপ্ন বুনছেন আকবর-হৃদয়রা। 

এ প্রসঙ্গে আকবর বলেন, ‘সবারই মূল উদ্দেশ্য থাকে জাতীয় দলে খেলার এবং অনেক দিন খেলার। জাতীয় দলে খেলার পথে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এই ক্যাম্পের মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা করব। কিছুটা হলেও যেন এই ক্যাম্প থেকে উন্নতি করতে পারি, সেটিই মূল লক্ষ্য।’

যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক আরও বলেন, ‘এখানে কঠিন একটা পরিস্থিতি আছে, বায়ো-বাবল মেনে চলতে হবে ভালো করে। খুব সতর্কতার সঙ্গে আমাদের ক্যাম্পে থাকতে হবে। মেডিকেল ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাদেরকে গতকালকে নির্দেশনা দিয়েছেন। সেগুলো আমরা চেষ্টা করব মেনে চলার।’

যুব দল থেকেই মিডল অর্ডারে আলো ছড়িয়ে যাচ্ছেন হৃদয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করার পর বেশ কিছুদিন আগে শেষ হওয়া ডিপিএলেও ছিলেন উজ্জ্বল। যার ফলে অনুমেয়ভাবেই এইচপি দলে সুযোগ পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। গেল বছর যুব দল থেকে বেড়িয়ে আসলেও করোনার কারণে সেভাবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাননি তাঁরা। 

চট্টগ্রামে অনুষ্ঠেয় এইচপি ক্যাম্পের সুযোগ সুবিধা লুফে নিতে চান হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার জন্য টেকনিক্যাল দিকগুলোর আরও উন্নতি করতে কাজ করতে চান তিনি। হৃদয় বলেন, ‘মহামারীর সময় ক্যাম্প আয়োজন করা অনেক কঠিন ছিল। অনেক কিছু পার করে আমরা ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের আসলে মূল লক্ষ্য থাকবে টেকনিক্যাল দিকগুলোয় আরও উন্নতি, আরও ভালো করা যেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে পারি।’

দেড় মাসের ক্যাম্পে নিজেদের স্কিল ও ফিটনেসের উন্নতি করা ছাড়াও ম্যাচ খেলার সুযোগ পাবেন আকবর-হৃদয়রা। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। আকবরদের বিপরীতে থাকা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন টেস্ট দলের মুমিনুল হক, আবু জায়েদ রাহিরা।

এইচপি স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরান উজ জামান, আকবর আলি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া।