ইংল্যান্ডের ব্যর্থ টপ অর্ডারের সহজ সমাধান নেই: নাসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:06 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যর্থ ইংল্যান্ডের টপ অর্ডার। দুই টেস্টের চার ইনিংসে হাফসেঞ্চুরি দেখা পাননি ইংলিশদের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানের কেউই। নাসের হুসেন মনে করছেন, ইংলিশ টিম ম্যানেজমেন্টের কাছে এই সমস্যার সহজ কোনো সমাধান নেই।

ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে টপ অর্ডার। বিশেষ করে দুই ওপেনার ররি বার্নস ও ডমিনিক সিবলি ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় প্রধান কোচ সিলভারউডের মাথায় চিন্তার ভাঁজ। তাদের বিকল্প ওপেনার খোঁজে বের করা ইংলিশ টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন কাজ বলে জানান নাসের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সমস্যা হচ্ছে দুই ওপেনারকে নিয়ে। ঘরোয়া ক্রিকেটে দুই ওপেনার রান পাচ্ছেন। গত তিন-চার বছরে সিবলি ও বার্নস ঘরোয়া আসরে প্রচুর রান করেছে। তাই এখানে কোনো সহজ সমাধান নেই। হামিদকে ওপেনিংয়ে খেলিয়ে ডেভিড মালানকে তিনে খেলানো যেতে পারে।

তিনি আরও বলেন, ‘তবে এখানে কোনো সহজ বিকল্প নেই। আপনি যুক্তি দিতে পারেন যে জো রুট তিন নম্বরে ব্যাটিং করতে পারে কিন্তু সে তিনে খেলতে রাজি না। কিন্তু সে যদি চার নম্বরে ব্যাটিং করতে স্বাছন্দ্য বোধ করে তাহলে আপনি কেন তাকে অন্য পজিশনে খেলাবেন?’

এ সময় ভারতীয় ওপেনারদের প্রশংসা করেছেন নাসের। তিনি মনে করেন রোহিত, রাহুল ব্যাটিং টেকনিকে সিবলি-বার্নসের চেয়ে বেশ এগিয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, দুই ইংলিশ ওপেনারের টেকনিকে যথেষ্ট ঘাটতি আছে।

ভারতের দুই ওপেনার প্রসঙ্গে নাসের বলেন, ‘আপনি যদি ভারতীয় ব্যাটসম্যানদের দিকে তাকান, রাহুলের মতো ক্রিকেটাররা সম্প্রতি খুব বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেনি কিন্তু তাদের টেকনিক দুর্দান্ত। রাহুল এবং রোহিতের ব্যাটিং টেকনিকের সঙ্গে সিবলি ও বার্নসের স্পষ্টত পার্থক্য আছে।’