আইপিএল

বিগ ব্যাশ-সিপিএলের পর আইপিএলে টিম ডেভিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:26 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে ফিন অ্যালেনকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বাংলাদেশ ও পাকিস্তান সফরের নিউজিল্যান্ডের দলে থাকায় আইপিএলের স্থগিত হওয়া অংশে খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

২০ লাখ রুপিতে তাঁর বদলি হিসেবে টিম ডেভিডকে দলে নিয়েছে বেঙ্গালুরু। তাতে সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়েছেন তিনি। ২৫ বছর বয়সি এই অলরাউন্ডারকে দলে নেয়ার পর থেকেই সবার মাঝে প্রশ্ন জেগেছে কে এই ডেভিড।

ডানহাতি এই ব্যাটসম্যানের বাবা রোডেরিক ডেভিড ছিলেন সিঙ্গাপুর জাতীয় দলের ক্রিকেটার। বাবার হাত ধরে ক্রিকেটের পথচলা শুরু হয় টিমের। সিঙ্গাপুরের হয়ে খেললেও টিমের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালের জুলাইয়ে কাতারের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

আইপিএলে প্রথমবার খেললেও বিগ ব্যাশে বেশ নাম ডাক রয়েছে টিমের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার এক বছর পরই বিগ ব্যাশে খেলার সুযোগ মেলে তাঁর। যেখানে তাঁকে দলে নিয়েছিল পার্থ স্কর্চার্স। এরপর হোবার্ট হারিকেনসের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। 

বিগ ব্যাশ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন টিম। যেখানে সিপিএলে সেন্ট লুসিয়া কিংস ও পিএসএলে ররি বার্নসের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে খেলেছেন তিনি। চলমান দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে প্রতিনিধিত্ব করছেন ২৫ বছর বয়সি এই ক্রিকেটার।

টিম লাইম লাইটে এসেছেন ইংল্যান্ডের রয়্যাল লন্ডনের কাপ দিয়ে। যেখানে সারের হয়ে খেলছেন এই অলরাউন্ডার। দলটির হয়ে টানা তিন ম্যাচে ১৪০*, ৫২* ও ১০২ রানের দারুণ ইনিংস খেলেছেন। ওয়ার্কশায়ারের বিপক্ষে অপরাজিত ১৪০ রানের ইনিংসই তাঁর সর্বোচ্চ।

জাতীয় দলের হয়ে ১৪ টি-টোয়েন্টিতে করেছেন ৫৫৮ রান।  ৪৬.৫০ গড় ও ১৫৮.৫২ স্ট্রাইক রেটে রান তোলা টিম রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। এ ছাড়া প্রথম শ্রেণির ১৫ টি-টোয়েন্টিতে করেছেন ৭০৯ রান। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে বেঙ্গালুরুর সঙ্গে যোগ দেবেন টিম।