আফগানিস্তান - পাকিস্তান সিরিজ

পাকিস্তান ও দুবাই হয়ে শ্রীলঙ্কা যাবে আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:51 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তালেবানরা আফগান দখলের পর অনিশ্চয়তায় পড়েছিল আফগানিস্তানের পাকিস্তানের সিরিজ। তবে তালেবান সরকার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পাশে থাকায় সিরিজ নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। তবে সিরিজটি শ্রীলঙ্কায় হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে আফগানদের ভিসা নিয়ে। 

ঠিক সেই কারণে খেলোয়াড় ও সংশ্লিষ্ট স্টাফদের লঙ্কায় পাঠাতে বিপাকে পড়েছে বোর্ড। কারণ দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিঘ্নিত করছে বিমান চলাচল। তবে ক্রিকইনফোর দাবি, রশিদ খানদের শ্রীলঙ্কা পাঠাতে পাকিস্তান ও দুবাই হয়ে লঙ্কায় যাওয়ার পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কিছু জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এসিবি আশাবাদী আগামি চার দিনের মধ্যেই লঙ্কার মাটিতে পৌঁছাতে পারবে দল। তারা এ ব্যাপারে শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা করেছে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা আথিতেয়তা দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি।

শ্রীলঙ্কায় দল পাঠানো প্রসঙ্গে হামিদ বলেন, ‘আমরা আশা করি আগামী চার দিনের মধ্যে দল চলে যাবে। আমরা পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট উভয়ের সঙ্গেই আলোচনা করেছি এবং তারা অবগত আছে। এসএলসির কাছে কৃতজ্ঞতা আমাদেরকে আথিতেয়তা দেওয়ার জন্য। তারা সত্যিই উদার।’

তিনি আরও বলেন, ‘আমরা অফিস করছি। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে দল। এটা নিশ্চিত আমরা খুব শীঘ্রই শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছি। আফগানিস্তানে অস্বাভাবিক পরিস্থিতির কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফ্লাইট পাওয়া মাত্রই আমরা চলে যাব। দলের সদস্যরা কাবুলে একত্রে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে।’

আফগানিস্তানের ফ্লাইট জটিলতার কারণে এখনও এই সিরিজের জন্য দল ঘোষণা করেনি পাকিস্তান। যদিও গত ২০ আগস্ট তাদের দল ঘোষণা করার কথা ছিল। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকবেন বাবর আজম, শাহীন আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ রিজওয়ান।