পাকিস্তান ক্রিকেট

ওয়ানডে দল থেকে বাদ পড়ার কারণ জানেন না ইমাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:11 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পেলেও ওয়ানডেতে জায়গা হারিয়েছেন ইমাদ ওয়াসিম। গত বছরের নভেম্বরের পর থেকে ওয়ানডে ক্রিকেটে আর সুযোগ পাননি এই অলরাউন্ডার। মূলত ওয়ানডেতে ব্যাটে-বলে ছন্দ হারানোয় দলের আস্থা হারান তিনি।

যদিও এই ক্রিকেটারের দাবি, ঠিক কি কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন এর কারণ খুঁজে পাননি তিনি। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে শেষ দশ ম্যাচে ব্যাট হাতে কোনো হাফসেঞ্চুরির দেখা পাননি ইমাদ। আর এই ম্যাচগুলোতে বল হাতে নিয়েছেন ৮ উইকেট।

পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ায় ওয়ানডে দল থেকে জায়গা হারান তিনি। পাকিস্তানের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে দলে থাকলেও ফের ওয়ানডে খেলতে মুখিয়ে আছেন বলে জানান ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

ইমাদ বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট খেলতে চাই, এই বিষয়টি সবাইকে বলে আসছি। ২০১৯ বিশ্বকাপের পর আমি বোধ হয় দুই থেকে তিনটি ওয়ানডে খেলেছি। জানি না ঠিক কি কারণে আমি এই ফরম্যাট থেকে বাদ পড়লাম। যদিও সে ব্যাপারে নির্বাচক, কোচ এবং অধিনায়ক সিদ্ধান্ত নেন, সেটা আমি মেনে নিয়েছি। আমি এখনো ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছি, সেখানে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করি।’

পাকিস্তানের জার্সি গায়ে মোট ৫৫টি ওয়ানডেতে ৪২.৪৬ গড়ে ৯৮৬ রান করেছেন ইমাদ। স্ট্রাইক রোটেড করে খেলতে পারা এই বাহাতি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১১০.২৯। এ ছাড়া বোলিংয়ে ৪.৮৮ ইকোনোমিতে ৫১টি উইকেট নিয়েছেন তিনি। ইমাদের বিশ্বাস, ওয়ানডেতে পুনরায় সুযোগ পেলে পাকিস্তানকে এখনো ভালো সার্ভিস দিতে পারেন তিনি।

ইমাদের কথায়, ‘ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিং থেকে আমি ৩ নম্বর স্থান থেকে ৭ নম্বরে নেমে গেছি। এর কারণ হলো গত বছরের পর আমি আর ওয়ানডে খেলিনি। এ বিষয়ে আমি কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখাইনি। আমি বিশ্বাস করি ওয়ানডেতে পাকিস্তানকে সার্ভিস দিতে পারবো। আমি আশা করছি সেটা খুব শ্রীঘ্রই হতে যাচ্ছে।’

গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো বল করতে পারায় নিজের সন্তুষ্টির কথা জানান ইমাদ। এই বাহাতি লেগ স্পিনার বলেন, ‘ইংল্যান্ডের ফ্ল্যাট উইকেটেও ভালো পারফর্ম করতে পেরে আমি বেশ খুশি। আমি অনেক ভালো পারফর্ম করেছিলাম, তবে দুর্ভাগ্যবশত আমরা সিরিজটি হেরে যাই। সম্প্রতি আমি ভালো ছন্দে রয়েছি। ব্যাটিং ও বোলিংয়ের সময় শরীরী ভাষায় যথেষ্ট ভালো বোধ করছি।’