আইপিএল

বেঙ্গালুরুতে হাসারাঙ্গা-চামিরার সঙ্গে সিঙ্গাপুরের ডেভিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:05 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে লেগ স্পিনে দারুণ সাফল্য পাচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। এদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন তিনি। যার ফলে টি-টোয়েন্টিতে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।

এমন পারফরম্যান্স সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেতেও খুব বেশি বেগ পেতে হয়নি ডানহাতি লেগ স্পিনারের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের স্থগিত হওয়া অংশের জন্য তাঁকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যাডাম জাম্পার বদলি হিসেব তাঁকে দলে নেয় তাঁরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতের বিপক্ষে পুরো সিরিজেই বল হাতে দাপট দেখিয়েছেন এই লঙ্কান স্পিনার। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। যেখানে ৫.৫৮ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। ১৩০ এর বেশি স্ট্রাইক রেটে ২৯ রান করেছিলেন। 

এদিকে আইপিএলের এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন রিচার্ডসন। অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসারের বদলি হিসেবে শ্রীলঙ্কার দুশমন্থ চামিরাকে দলে নিয়েছে বেঙ্গালুরু। সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন ডানহাতি এই পেসার। 

আইপিএল শুরুর আগে নিলাম থেকে ফিন অ্যালেনকে দলে নিয়েছিল বেঙ্গালুরু। তবে আইপিএলের স্থগিত হওয়া আসর শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর বদলি হিসেবে সিঙ্গাপুরের টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে তাঁরা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের প্রথম অংশে দারুণ সময় পার করেছে বেঙ্গালুরু। তবে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া অংশ শুরু হওয়ার আগে নিজেকে সরিয়ে নিচ্ছেন প্রধান কোচ সাইমন ক্যাটিচ। তাঁর বদলি হিসেবে দায়িত্ব নিতে পারেন মাইক হেসন।