টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ দলের সঙ্গেই থাকবেন তামিম: আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:55 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম ইকবাল। ইনজুরি থেকে পুরোদমে সেরে না ওঠায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাঁহাতি এই ওপেনারের। তবে তাঁকে পেতে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিতই কথা বলছেন নির্বাচকরা। 

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের বিশ্বাস বিশ্বকাপের আগেই ফিট হয়ে ওঠবেন তামিম। এ ছাড়া আকরাম জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গেই থাকবেন তামিম। সেই সঙ্গে ফিট হলেই ফিরবেন একাদশে।

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। পুনর্বাসনে থাকার কারণে খেলা হয়নি ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। স্কোয়াডে জায়গা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। তবে তাঁর ইনজুরি নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান আকরাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে ও তো খেলবেই। ও দলের সাথে থাকবে। ওর সমস্যা ইঞ্জুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে।’

সর্বশেষ ২০২০ সালের মার্চে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরলে ১৯ মাস পর টি-টোয়েন্টি দলে দেখা যাবে তাঁকে। দীর্ঘদিন পর ফিরলেও তাঁকে নেই সংশয় নেই আকরামের। তাঁর দাবি, তামিম যেহেতু প্রতিষ্ঠিত ক্রিকেটার তাই ফিট হলে চিন্তার কোন কিছু নেই। 

তামিমের মতো ক্রিকেটার থাকলে বাংলাদেশের জন্যই ভালো বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘না, আমি সংশয় দেখছি না। যেহেতু প্রতিষ্ঠিত খেলোয়াড় ও খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য তো ভালো।’