দেশের ক্রিকেট

মিরপুরের উইকেটে বিশ্বকাপের প্রস্তুতিতে সন্তুষ্ট আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:51 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মন্থর আর টার্নিং উইকেটে খেলেছে বাংলাদেশ। ফলস্বরূপ অজিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা দিয়েছে টাইগাররা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ধারণা করা হচ্ছে এই সিরিজেও মন্থর উইকেট বানিয়ে কিউইদের ধবলধোলাই করার লক্ষ্যই থাকবে বাংলাদেশের। এদিকে অক্টোবরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বমঞ্চে বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাত আর ওমানের মতো দেশের স্পোর্টিং উইকেটে।

এতে করে বিশ্বকাপের আগে ধীরগতির আর টার্নিং উইকেটে খেলে কতটুকু প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তা নিয়ে বেশ সন্দিহান ছিলেন অনেকেই। যদিও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, মিরপুরের উইকেট হলেও বিশ্বকাপের আগে খুব ভালো প্রস্তুতিতে আছে দল।

আকরাম বলেন, 'আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি। এখানে (মিরপুর) হোম অ্যাডভান্টেজ পাওয়া যায়। যে দেশেই খেলা হোক, হোম অ্যাডভান্টেজ সেই দেশের খেলোয়াড়রা নেয়। বাংলাদেশের খেলোয়াড়রা এই উইকেটে বেশি খেলেছে, অ্যাডভান্টেজ তো থাকবেই।'

তিনি আরও বলেন, 'বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা, জিম্বাবুয়েও সফর করলাম। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাব প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে।'

উল্লেখ্য যে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। টম লাথামের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশে পৌছে ৩দিনের কোয়ারেন্টাইন পালন করবে। এরপর পহেলা সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।