Connect with us

ভারত-ইংল্যান্ড সিরিজ

লর্ডসে সেঞ্চুরিই সবকিছু নয়: গাভাস্কার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৩ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। অল্পের জন্য এই ভারতীয় ওপেনারের সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় অনেকেই আক্ষেপ করেছেন।

যদিও ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মনে করেন লর্ডসে সেঞ্চুরিই সবকিছু না। দেশের হয়ে যেকোনো ভেন্যুতেই সেঞ্চুরি করা সম্মানজনক। তাই সিরিজের বাকি ম্যাচগুলোতে রোহিতকে মনোযোগ ধরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

গাভাস্কার বলেন, 'এটাই একজন খেলোয়াড়ের কাছ থেকে আমরা আশা করতে পারি। যদি একজন খেলোয়াড় ৮০ রান নিশ্চিত করতে পারে। পাঁচ ম্যাচ সিরিজে সে ৪০০-৪৫০ রান নিয়ে শেষ করবে। একজন অধিনায়ক আসলে কি চায়? হ্যা সে কিছুটা হতাশ হতে পারে সেঞ্চুরি না পাওয়ায়। কিন্তু লর্ডসে সেঞ্চুরি পাওয়াই সবকিছু নয়।'

খেলোয়াড়ি জীবনে লর্ডসে সেঞ্চুরি পাননি গাভাস্কারও। যদিও তাকে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয়। এই স্টাইলিশ সাবেক ব্যাটসম্যান মনে করেন সেঞ্চুরির খুব কাছেই রয়েছেন রোহিত। এজন্য চিন্তার কোনো কারণ নেই।

গাভাস্কার বলেন, 'আপনি সেঞ্চুরি করতে পারেন ট্রেন্ট ব্রিজ বা লিডসে। আপনি যদি ভারতের হয়ে সেঞ্চুরি করতে পারেন পৃথিবীর যেকোনো প্রান্তে এটাই গুরুত্বপূর্ণ। যেভাবে সে ব্যাটিং করেছে, সে যে অবস্থানে আছে তার ব্যাটে দ্রুতই সেঞ্চুরি আসবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।'

ট্রেন্ট ব্রিজ টেস্টে জয় হাতছাড়া হয়েছিল ভারতের। লর্ডস টেস্টে জিতে তাই কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে ভারতীয় শিবিরে। আগামী ২৫ আগস্ট সিরিজের তৃতীয় টেস্টে লিডসে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

সর্বশেষ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

লিটন-নাইমেই আস্থা ডমিঙ্গোর

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

শারজাহতে মিরপুর দেখছেন ডমিঙ্গো

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোমাঞ্চ ছড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রহস্য স্পিনার থিকশানা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে, মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

আর্কাইভ

বিজ্ঞাপন