ভারত-ইংল্যান্ড সিরিজ

লর্ডসে সেঞ্চুরিই সবকিছু নয়: গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:07 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৩ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। অল্পের জন্য এই ভারতীয় ওপেনারের সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় অনেকেই আক্ষেপ করেছেন।

যদিও ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মনে করেন লর্ডসে সেঞ্চুরিই সবকিছু না। দেশের হয়ে যেকোনো ভেন্যুতেই সেঞ্চুরি করা সম্মানজনক। তাই সিরিজের বাকি ম্যাচগুলোতে রোহিতকে মনোযোগ ধরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

গাভাস্কার বলেন, 'এটাই একজন খেলোয়াড়ের কাছ থেকে আমরা আশা করতে পারি। যদি একজন খেলোয়াড় ৮০ রান নিশ্চিত করতে পারে। পাঁচ ম্যাচ সিরিজে সে ৪০০-৪৫০ রান নিয়ে শেষ করবে। একজন অধিনায়ক আসলে কি চায়? হ্যা সে কিছুটা হতাশ হতে পারে সেঞ্চুরি না পাওয়ায়। কিন্তু লর্ডসে সেঞ্চুরি পাওয়াই সবকিছু নয়।'

খেলোয়াড়ি জীবনে লর্ডসে সেঞ্চুরি পাননি গাভাস্কারও। যদিও তাকে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয়। এই স্টাইলিশ সাবেক ব্যাটসম্যান মনে করেন সেঞ্চুরির খুব কাছেই রয়েছেন রোহিত। এজন্য চিন্তার কোনো কারণ নেই।

গাভাস্কার বলেন, 'আপনি সেঞ্চুরি করতে পারেন ট্রেন্ট ব্রিজ বা লিডসে। আপনি যদি ভারতের হয়ে সেঞ্চুরি করতে পারেন পৃথিবীর যেকোনো প্রান্তে এটাই গুরুত্বপূর্ণ। যেভাবে সে ব্যাটিং করেছে, সে যে অবস্থানে আছে তার ব্যাটে দ্রুতই সেঞ্চুরি আসবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।'

ট্রেন্ট ব্রিজ টেস্টে জয় হাতছাড়া হয়েছিল ভারতের। লর্ডস টেস্টে জিতে তাই কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে ভারতীয় শিবিরে। আগামী ২৫ আগস্ট সিরিজের তৃতীয় টেস্টে লিডসে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।