ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ

আব্বাসের আরো উইকেট নেয়া উচিত ছিল: ওয়াকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে পাকিস্তান। সেখানেই দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়ছে বাবর আজমের দল।

এর আগে শ্বাসরুদ্ধকর প্রথম টেস্টে ১ উইকেটের পরাজয় বরণ করে নিতে হয়েছে তাদের। সেই টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আব্বাস।

যদিও দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য থেকেছেন তিনি। তবে দুই ইনিংস জুড়েই দারুণ বল করেছেন এই ডানহাতি পেসার। কিন্তু দ্বিতীয় ইনিংষে উইকেটের দেখা পাননি।

পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস তাই মনে করছেন, ঐ টেস্টে আরো উইকেট নেয়া উচিত ছিল আব্বাসের। উইকেট না পাওয়ার জন্য অবশ্য আব্বাসের ভাগ্যকেও দুষছেন তিনি।

ওয়াকার বলেন, 'টেস্ট ক্রিকেটে এমন কিছু দিন আসে যেখানে ভাগ্য আপনার পক্ষে থাকে না। একই সঙ্গে আমি মনে করি আব্বাস যেভাবে বোলিং করেছিল, তার চেয়ে তার অনেক বেশি উইকেট নেওয়া উচিত ছিল।'

সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করছে পাকিস্তান। প্রথম দিন শেসে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১২ রান। এর মধ্যে প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।