ভারত-ইংল্যান্ড সিরিজ

লর্ডস টেস্টে না খেলার কারণ জানালেন অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:06 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের না থাকার কারণে সমালোচনায় পড়তে হয়েছে ভারতকে। অবশ্য সেই ম্যাচ জিতে নিজেদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

লর্ডস টেস্টের পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর ইংল্যান্ডকে ১৫১ রানে অল আউট করে দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির দল।

খেলতে না পারার জন্য কিছুটা হতাশ হলেও তিনি জানিয়েছেন, দলের কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন বলেও স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত দলের পরিকল্পনায় ছিলেন তিনি।

লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে তাপ প্রবাহের কারণে অশ্বিনকে নিয়েই মাঠে নামতে চেয়েছিল ভারত। তবে খেলা শুরুর খানিক আগে বৃষ্টি নামলে অশ্বিনের বদলে ইশান্ত শর্মাকে মাঠে নামায় ভারত।

নিজে ইউটিউবে এক ভিডিওতে অশ্বিন বলেছেন, ‘এই ম্যাচে (লর্ডস) আবহাওয়ার কী পূর্বাভাস ছিল? গরম ছিল। মজার বিষয় হল, ম্যাচের আগে ওরা (টিম ম্যানেজমেন্ট) বলেছিল, তাপপ্রবাহ রয়েছে। তুমি তাই খেলতে পারো। প্রস্তুত থেকো। কিন্তু যখন ব্রেকফাস্ট করতে এলাম, তখন বৃষ্টি শুরু হয় এবং তার পরই আবার দলে পরিবর্তন করা হয়।’

লর্ডস টেস্টে চার পেসার নিয়ে মাঠে নামে ভারত। দলে একমাত্র স্পিনার হিসেবে রাখা হয় রবীন্দ্র জাদেজাকে। ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর জানিয়েছেন অশ্বিনকে একাদশের বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল তাদের জন্য। তিনি বলেন, ‘বোলিং আক্রমণ খুবই ভাল ছিল… বিশ্বের সেরা স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত সহজ ছিল না।’