টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

টেস্ট খেলতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছক কষছে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:36 শনিবার, 21 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে ভারত। বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহরা সাদা পোশাকের ক্রিকেটে ব্যাস্ত থাকলেও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ঠিকই ছক আঁকছে টি-টিয়েন্টি বিশ্বকাপের।

বিসিসিআই সূত্রে জানা গেছে, লর্ডস টেস্ট চলাকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে অধিনায়ক কোহলির সঙ্গে বৈঠক করেছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। কোহলি, রোহিত শর্মাদের এখন পুরো মনযোগ লাল বলের ক্রিকেটে। তাদের ভাবনায়ও এই টেস্ট সিরিজ।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আছে দুই মাসেরও কম সময়। আর এই সময়ের মধ্যে সাদা বলের ক্রিকেটে ভারতের কোনো খেলা না থাকায় তাদের প্রস্তুতির একমাত্র মঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

তাই বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে কোহলির সঙ্গে বৈঠক করেছে বিসিসিআই কর্তারা। বিসিসিআইয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের খুবই কম সময় বাকি আছে। তার আগে আইপিএল ছাড়া ভারতের কোনো খেলা না থাকায়, বিশ্বকাপের পরিকল্পনা নিয়েই অধিকাংশ আলোচনা হয়েছে।’

বিশ্বকাপ পরিকল্পনা ছাড়াও তারা খেলোয়াড়দের কিছু ব্যাপার নিয়েও আলোচনা করেছেন। যা প্রকাশ করতে রাজি হয়নি বিসিসিআই কর্মকর্তা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা কোহলির সঙ্গে দেখা করেছিলেন কিন্তু বলে রাখি যে, আলোচনার সবকিছু প্রকাশ করা ঠিক হবে না।'

কোহলির সঙ্গে এই অনানুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি, সাধারণ সম্পাদক জয় সাহা এবং সহ-সভাপতি রাজিব শুক্লা।