Connect with us

আইপিএল

পাঞ্জাব কিংসে খেলবেন এলিস


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

রাইলি মেরিডিথের ইনজুরিতে বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিলেন ন্যাথান এলিস। যেখানে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতেই হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন ডানহাতি এই পেসার। অভিষেকে আলো ছড়ানোর ফলে দল পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের স্থগিত হওয়া অংশে খেলার জন্য এলিসকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। পেসার ঝাই রিচার্ডসন ও মেরিডিথ আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁদের একজনের বদলি হিসেবে এলিসকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের প্রধান নির্বাহী সতিশ মেনন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত ঝাই (রিচার্ডসন) ও রাইলির (মেরিডিথ) ফিটনেস সম্পর্কে অবগত ছিলাম না। বদলি ক্রিকেটার হিসেবে আমরা এলিসকে সাক্ষর করেছি। দুই একদিনের মাঝেই আমরা দ্বিতীয় বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব।’

বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১৪ উইকেটে পেয়েছিলেন এলিস। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ না পেলেও কপাল খুলে বাংলাদেশে এসে।

টাইগারদের বিপক্ষে সিরিজের শুরুর একদিন আগে দলের নিয়মিত পেসার রাইলি মেরিডিথ ইনজুরিতে পড়লে অতিরিক্ত ক্রিকেটার থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান এলিস। একাদশে জায়গা মেলে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। নিজের অভিষেকেই হ্যাটট্রিক করেন ডানহাতি এই পেসার।

আইপিএলে সুযোগ পাওয়ায় এলিসের স্বপ্নের বছরে হাতছানি দিচ্ছে বিশ্বকাপে খেলার স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে থাকলেও আইপিএলে ভালো করলে জায়গা হতে পারে অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দলে।

বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝ পথেই স্থগিত হয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ভারত।

সর্বশেষ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

দলীয় পারফরম্যান্সে উজ্জীবিত হয়েই বিশ্বকাপে যেতে চান মিরাজ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব!

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজে কিউই দলে যুক্ত হলেন টিকনার

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ইংল্যান্ড সিরিজে ফিরছেন স্টইনিস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ছোটবেলা থেকেই জয়াসুরিয়ার মতো হতে চেয়েছি: আতাপাত্তু

৫ অক্টোবর, বুধবার, ২০২২

দলীয় একতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন রয়

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ডাক্তার বা আর্মি হতে না পারার আক্ষেপ থেকেই লেগ স্পিনার তুবা

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

আর্কাইভ

বিজ্ঞাপন