Connect with us

দেশের ক্রিকেট

মিঠুনকে দলে না নেয়ার কারণ জানালেন নান্নু


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা মোহাম্মদ মিঠুনের। এই দুই সিরিজে ব্যাক আপ হিসেবে থাকায় কিউইদের বিপক্ষে তাকে নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পরিবারের এক সদস্যের অসুস্থতার খবরে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। আর তামিম ইকবাল ইনজুরি থেকে সেরে উঠতে সেই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকলেও পরে মিঠুনকে অন্তভূক্ত করে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়া সিরিজে কঠোর জৈব সুরক্ষা বলয় পালন করতে হয়েছে দুই দলকেই। ফলে জিম্বাবুয়ের সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বাইরের কোন ক্রিকেটারকে দলে অন্তভূক্ত করার সুযোগ ছিল না টিম ম্যানেজমেন্টের। যে কারণে এই সিরিজের দলেও থেকে যান মিঠুন।

যদিও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়েন তিনি। কয়েকজন নিয়মিত খেলোয়াড় দলের বাইরে থাকায়, ব্যাকআপ খেলোয়াড় হিসেবে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দলে রাখা হয়েছিল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন নান্নু।

মিঠুন প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘জিম্বাবুয়ে থেকে যখন আমাদের অনেকগুলো খেলোয়াড় ব্যক্তিগত কারণে চলে আসছিল ঠিক তখন কিন্তু ওকে ব্যাকাপ হিসেবে রাখা হয়েছিল। ও কিন্তু টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না।’

মিঠুন সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে দুই ম্যাচে রান করেছিলেন মাত্র ৫। এমন বাজে পারফরম্যান্সের পর দলের দুইবার দলে রাখা হলেও, একাদশে ঠাঁই হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

তিয়াগীকে বদলে দিয়েছেন বুমরাহ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইয়াসিরের ঝড়ো হাফ সেঞ্চুরির দিনে সাদমান-শান্তর আক্ষেপ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের কাছে ২০১৮ সালের নিরাপত্তা চায় ওয়েস্ট ইন্ডিজ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নাবিল-আইচের ব্যাটে বাংলাদেশের লিড

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

কাশ্মীরের পেসারকে দলে নিল হায়দারাবাদ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

আর্কাইভ

বিজ্ঞাপন